Four herbal teas to increase libido easy home remedies: মিলনে উৎসাহ ফিরিয়ে আনতে অনেকেই নানা ঘরোয়া টোটকার খোঁজ করেন। কয়েকটি ভেষজ চা-ই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে। নিয়মিত এই চা খেলে আর দুশ্চিন্তা থাকবে না।
1/6রোজকার কাজের চাপ আর হাজার একটা দায়িত্ব সামলানোর পর অনেকেই যৌনমিলনে আগ্রহ পান না। প্রায়ই মিলনে অনীহার কারণে সঙ্গীর সঙ্গে খিটিমিটি লেগে থাকে। মনে মনে সবাই এমন পরিস্থিতি এড়াতে চান। কিন্তু শেষ পর্যন্ত শরীর সায় দেয় না। (Freepik)
2/6যৌন মিলনে আগ্রহ ফিরিয়ে আনার বেশ কিছু ঘরোয়া টোটকা রয়েছে। এগুলি ঠিকমতো মানলে হারানো উদ্যম সহজেই ফিরে পাওয়া সম্ভব। রোজকার রুটিনে চা কিন্তু আপনাকে অনায়াসে সাহায্য করতে পারে। নিয়মিত ভেষজ চা খেলেই ফিরে পাবেন হারানো উদ্যম আর আগ্রহ। (Freepik)
3/6গ্রিন টি: বিশেষজ্ঞদের কথায়, রোজকার স্ট্রেসের জন্যই অনেকটা দুর্বল হয় পড়ে মন ও শরীর। গ্রিন টির মধ্যে রয়েছে থিয়ানিন নামের বিশেষ সিডেটিভ। এটি শরীর ও মনের স্ট্রেস দূর করতে সাহায্য করে। একবার স্ট্রেস দূর হলে মিলনে আর অনীহা থাকে না। (Freepik)
4/6অশ্বগন্ধা চা: অশ্বগন্ধা চা একটি বিশেষ ধরনের ভেষজ চা। যৌনমিলনে অনীহা কমাতে এই চা বহুদিন ধরেই খাওয়ার চল রয়েছে। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে অশ্বগন্ধা। এছাড়াও, প্রজননক্ষমতা বাড়াতেও এর বিশেষ ভূমিকা রয়েছে। (Freepik)
5/6জিনসেঙ চা: চিনে মিলনে অনীহার চিকিৎসার জন্য বিখ্যাত ভেষজ হল জিনসেঙ। অনেকটা আদার মতো দেখতে হলেও এটি মূলত অ্যাডাপ্টোজেন হিসেবে পরিচিত। অর্থাৎ শরীরের স্ট্রেস কমাতে এটি অনেকটাই সাহায্য করে। যৌন মিলনে অনীহা কাটায় বলে জিনসেঙ চা বহুদিন ধরেই পথ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। (Freepik)
6/6মাকা চা: পেরুতে উৎপন্ন জিনসেঙকেই মাকা বলা হয়। যৌনক্ষমতাবর্ধক পথ্য হওয়ায় এটি প্রাচীনকাল থেকেই আদিবাসী গোষ্ঠীর মধ্যে বেশ বিখ্যাত। প্রাকৃতিক অ্যাফ্রোডিসিয়াক হওয়ায় পশ্চিমের বিভিন্ন দেশে এটি ইতিমধ্যেই জনপ্রিয়। এটি উদ্যম ফিরিয়ে আনার পাশাপাশি শুক্রাণুর সংখ্যা বাড়াতেও সাহায্য করে। (Freepik)