বাংলা নিউজ > টুকিটাকি > Covid-19 Booster Vaccine: কোভিডের তৃতীয় টিকার নেওয়ার হার বেড়েছে, ভারতে কোভিড পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে

Covid-19 Booster Vaccine: কোভিডের তৃতীয় টিকার নেওয়ার হার বেড়েছে, ভারতে কোভিড পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে

প্রতীকী ছবি। 

Corona Vaccine Booster Dose: করোনার বুস্টার ডোজ নেওয়ার হার কেমন? ভারতে করোনা পরিস্থিতি কেমন জায়গায় দাঁড়িয়ে?

গত শুক্রবার শেষ হল সারা দেশে বিনামূল্যে প্রাপ্তবয়স্কদের কোভিডের তৃতীয় টিকা দেওয়ার অভিযান। এই অভিযানে ব্যাপক লাভ হয়েছে টিকাদানের ক্ষেত্রে। এমনই বলছে তথ্য। এর ফলে তৃতীয় টিকা বা বুস্টার নেওয়ার চাহিদা বেড়েছে ব্যাপক হারে। তার সঙ্গে টিকা পেতে পারে এমন জনসংখ্যার মধ্যে তৃতীয় টিকা প্রাপকদের হারও ৮ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশ হয়ে গিয়েছে।

হিন্দুস্তান টাইমসের তরফে পরিসংখ্যান ঘেঁটে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে ভারতের প্রাপ্তবয়স্কদের নাগরিকদের মধ্যে ৮৪ শতাংশ বুস্টার ডোজ নিতে পারেন। কিন্তু তাঁদের মাত্র চার ভাগের এক ভাগই বুস্টার নিয়েছেন। 

এর মধ্যে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডভ্য় জানালেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর ভারত তৈরির লক্ষ্যে এগিয়ে চলেছে। যাঁদের বুস্টার টিকা নেওয়ার কথা, আমি তাঁদের সকলের কাছে আবেদন করছি, তাঁরা যেন তাড়াতাড়ি সেই টিকা গ্রহণ করেন। তাহলে অতিমারি জয় করা সম্ভব হবে।’

তবে বুস্টার টিকা নেওয়ার হার শেষ কয়েক দিনে বেড়ে যাওয়ায় আশার আলো দেখছে নানা মহল। অনেকেরই মত, এর ফলে ভারতে কোভিড পরিস্থিতি আস্তে আস্তে কেটে যাওয়ার দিকে এগোচ্ছে। 

ইতিমধ্যেই ভারতে করোনার প্রভাব অনেক খানি কেটে গিয়েছে। জনজীবন স্বাভাবিক হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বুস্টার টিকা যাঁদের নেওয়ার কথা, তাঁরা যদি সবাই নেন, তাহলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং করোনার ভয় অনেকটাই কাটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

আগামী দিনে বুস্টার ডোজের বিষয়ে মানুষের সচেতনতা বাড়লে তা দেশের জন্য আরও ভালো হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

বন্ধ করুন