জীবনে বন্ধু হল এমন একজন ব্যক্তি, যাকে উপহার হিসেবে ঈশ্বর আপনাকে দেন। তবে বন্ধু নির্বাচন করা আপনার কাজ। যদি সঠিক বন্ধু নির্বাচন করতে পারেন তাহলে যেমন আপনার জীবন সঠিক পথে চালিত হবে তেমন একজন খারাপ বন্ধু আপনার জীবনকে করে দিতে পারে বরবাদ।
জীবনে চলার পথে বন্ধুদের সঙ্গে কতবার মনোমালিন্য হয়, আবার সেই বন্ধুর সঙ্গেই হাত ধরে পথ চলা শুরু হয়। ছোটখাটো মান-অভিমান পেরিয়ে কিছু কিছু বন্ধু থেকে যায় সারা জীবন। বন্ধুদের সেই ভালোবাসাকে সম্মান জানানোর জন্যই প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
আপনার বন্ধু যদি দূরে থেকে থাকে অথবা মান অভিমান কাটিয়ে যদি বন্ধুকে নিজের মনের কথা বলা না হয়ে থাকে, তাহলে আজকেই সেই সুবর্ণ সুযোগ। দেরি না করে মেসেজের মাধ্যমে নিজের ভালোবাসার কথা জানিয়ে ফেলুন নিজের বন্ধুকে। এই প্রতিবেদন থেকে দেখে নিন এমন কিছু বন্ধু দিবসের শুভেচ্ছা, যা আপনাকে আপনার ভালোবাসা প্রকাশ করতে সাহায্য করবে।
(আরও পড়ুন: কী খেয়ে এত ফিট শিল্পা? ফাঁস নায়িকার প্রিয় হাই-প্রোটিন বার রেসিপি)
১) তোমার মত একজন সত্যিকারের বন্ধু পেয়ে আমি ধন্য, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
২) সত্যিকারের বন্ধু সত্যিই বিরল, তাকে আগলে রাখতে হয় সারা জীবন। তোমাকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
৩) আমার জীবনের সমস্ত খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, আপনাকে জানাই শুভ বন্ধুত্ব দিবস।
৪) আমার রাগ আমার অভিমান সবকিছুই সামলেছ ধৈর্য ধরে, ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাকে জানাই বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৫) বয়স যতই বাড়ুক না কেন আমাদের বন্ধুত্বের বয়স যেন কখনও না বাড়ে, তোমাকে জানাই বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৬) বন্ধু হলো এমন একটি সম্পদ যা জীবনের সব থেকে বড় দুর্লভ সম্পত্তি, একে আগলে রাখতে হয়। তোমাকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
৭) তুমি শুধু আমার বন্ধু নয়, তুমি আমার ছায়া সঙ্গী। এভাবেই পাশে থেকো আমার। তোমাকে জানাই বন্ধু দিবসের অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: কোলেস্টেরলের মাত্রা কমাতে সেরা এই ৫ ভেষজ চা, কীভাবে বানাবেন)
৮) এই স্বার্থপর দুনিয়ায় একমাত্র তুমি যে আমার সঙ্গে থাকো নিঃস্বার্থভাবে, তোমাকে জানাই বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৯) সত্যিকারের বন্ধু জীবনের গুরুত্ব বোঝাতে সাহায্য করে, তোমাকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।
১০) দূরত্ব যতই বাড়ুক না কেন, মনের দূরত্ব কখনও বাড়বে না। তোমাকে জানাই শুভেচ্ছা বন্ধু দিবসের।