একটা সময় জীবনে এমন আসে যখন কেউ পাশে থাকে না কিন্তু প্রকৃত বন্ধু কক্ষনো হাত ছাড়ে না। পরিবারের পরেও যে মানুষটা সব সময় ছায়া সঙ্গীর মতো সঙ্গে থাকে, সে হলো বন্ধু। একজন নিঃস্বার্থ এবং প্রকৃত বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই এই বন্ধু দিবসে প্রিয় বন্ধুকে নিয়ে যান তারই পছন্দমত কোনও জায়গায়। একসঙ্গে অনেকটা সময় কাটান বন্ধু দিবসে।
খাবার প্রেমী বন্ধু: আপনার বন্ধু যদি খাবার প্রেমিক হন, তাহলে আপনার এলাকার আশেপাশে যেখানে ভালো খাবার পাওয়া যায় সেখানে একসঙ্গে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। আপনার বন্ধুকে ট্রিট দিয়ে তার মন ভালো করে দিন বন্ধু দিবসে। সঙ্গে সংগ্রহ করুন কিছু সুন্দর স্মৃতি।
(আরও পড়ুন: মেদবহুল চেহারার জন্য প্রেম আসেনি, এক লাফে ১১৬ কেজি কমিয়ে চমকে দিলেন ব্যক্তি)
সমুদ্র প্রেমী বন্ধু: যদি আপনার বন্ধু সমুদ্র সৈকত ভালবাসে তাহলে কাছে পিঠে দীঘা বা মন্দারমনি ঘুরে আসুন। যদি সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন পুরী। এছাড়া চিলকা, মৌসুমী আইল্যান্ডও ঘুরে আসতে পারেন। একসঙ্গে সূর্যাস্ত দেখতে দেখতে স্মৃতি রোমন্থন করুন দুজনে।
আধ্যাত্মিক প্রেমী বন্ধু: অনেকেই আছেন যারা অবসর সময়ে ঈশ্বরের কাছাকাছি আসতে চান। আপনার বন্ধু যদি ঈশ্বর প্রেমী কোনও ব্যক্তি হন তাহলে আপনার কাছে পিঠে কোনও পরিচিত তীর্থ স্থানে একসঙ্গে ঘুরে আসতে পারেন। দক্ষিণেশ্বর, তারাপীঠ, তারকেশ্বর ছাড়াও যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন গয়া, কাশী কিংবা বেনারস।
পার্টি প্রেমী বন্ধু: আপনার বন্ধু যদি নাইট ক্লাব বা গান-বাজনা অথবা পার্টি করতে ভালোবাসেন তাহলে বন্ধুকে নিয়ে চলে যান কোনও নাইট ক্লাবে। একটা রাত গান-বাজনার মধ্যে ডুবে যান দুজনে। একসঙ্গে সময় কাটান অনেকটা।
(আরও পড়ুন: আপনি কী ভোজন রসিক? তবে পৃথিবীর নানা প্রান্তের এই ৫টি সেরা শহরে আপনাকে যেতেই হবে)
অ্যাডভেঞ্চার প্রেমী বন্ধু: আপনার বন্ধু যদি অ্যাডভেঞ্চার পছন্দ করে তাহলে কোনও নিরিবিলি পাহাড় অথবা সমুদ্রের তীরে চলে যেতে পারেন। এছাড়া বাঞ্জি জাম্পিং বা ওয়াটার সার্ফিং করতে পারেন। এমন কোনও জঙ্গলে যেতে পারেন যেখানে চোখের সামনে দেখতে পাবেন বন্য জীবজন্তুকে।