Friendship Day: আর আড়ি নয়, এবার ভাব! আজ বিশেষ দিনে বন্ধুর সঙ্গে কীভাবে ঝগড়া মেটাবেন? কী বলবেন তাঁকে Updated: 30 Jul 2024, 09:31 AM IST Suman Roy Share Friendship Day 2024: বন্ধুর সঙ্গে ঝগড়া হলে তাঁর মন জয় করবেন কীভাবে? রইল টিপস। 1/6বন্ধুদের মধ্যে কমবেশি ঝগড়া হবেই। কিন্তু সেই ঝগড়ার আড়ি বেশি দিন টেনে নিয়ে যেতে নেই।তার পরেই ভাব করে নেওয়া যায়। জেনে নিন কীভাবে আবার সম্পর্কের পুরনো আমেজটা ফিরিয়ে আনবেন। 2/6আজ বন্ধু্ত্ব দিবস। তাই আজকের দিনটা খুব স্পেশাল। আজই তাই জেনে নিন বন্ধুর সঙ্গে ভাব করবেন কীভাবে। আপনার জন্যই রইল সেরা কিছু টিপস। 3/6ঝগড়া করার সময় আমাদের কারও খেয়াল থাকে না। পরে নিজেদেরই এতে খারাপ লাগে। বিপরীতের মানুষটিকে আঘাত করে ফেলে যেন ভুল করেছি বলে মনে হয়। এমন অবস্থায় থাকলে সরি বলুন আপনার বন্ধুকে। যদি বন্ধুকে কোনওভাবে আঘাত করে থাকেন, তাহলে প্রথমেই এই কথা জানান। 4/6সুন্দর সময়ের কথা খেয়াল রাখুন: সুন্দর সময়ের কথা বেশি করে ভাবুন। আপনার কঠিন পরিস্থিতিতে মনে সাহস যুগিয়েছে বন্ধু। সবসময় পাশে থেকেছে আপনার। সেই জোরেই এগিয়ে যান এই সমস্যা মেটাতে। 5/6ফোন করুন: প্রিয় বন্ধুর সঙ্গে আপনিই প্রথম কথা বলার চেষ্টা করুন। সবসময় উল্টোদিক থেকে চেষ্টা শুরু নাও হতে পারে। এর জন্য তাঁকে ফোন করুন, খোঁজ নিন। দেখবেন তাঁর মনও আপনার প্রতি দুর্বল হয়েছে। সেই সময় তিনিও আপনাকে সরি বলতে পারেন। 6/6দেখা করুন: পরিস্থিতি স্বাভাবিক করতে দেখা করাও কখনও কখনও জরুরি। এর জন্য তাঁকে ফোন করে একবার দেখা করতে বলুন। মুখোমুখি বসে কথা বলুন। এতে অনেক বড় সমস্যাও সহজে মিটে যায়। প্রয়োজনে তাঁর প্রিয় উপহার নিয়ে যেতে পারেন। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি