বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: টিনের টুকরো থেকে জলের পাইপ— এসব নিয়েই উঠোনে র‌্যাম্পওয়াক, দেখুন Viral সেই Video

Viral Video: টিনের টুকরো থেকে জলের পাইপ— এসব নিয়েই উঠোনে র‌্যাম্পওয়াক, দেখুন Viral সেই Video

শাহিলের ভাইরাল ভিডিয়োর দৃশ্য। (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে শাহিল শেরমন্ট নামের জনৈকের ভিডিয়ো। কারণ পেশাদার মডেলরা যেভাবে র‌্যাম্পে হাঁটেন, ক্যামেরার সামনে সেভাবেই হেঁটেছেন শাহিল। শুধু ডিজাইনার পোশাকের বদলে গায়ে জড়িয়ে নিয়েছেন বাড়ির সাধারণ জিনিস। দেখে নিন Video।

মডেলদের র‌্যাম্পে হাঁটার বিশেষ কৌশল আছে। সারা পৃথিবীর মডেলরাই সেই বিশেষ কায়দা মেনেই হাঁটেন। আর সেঠাই অনুসরণ করেন যাঁরা ভবিষ্যতে মডেল হতে চান, তাঁরাও। এই সব ভবিষ্যৎ মডেলদের কাছে স্বপ্নপূর্ণের বড় মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে করোনাকালে নিজের মতো করে, নিজের পছন্দসই জায়গায় ক্যামেরার সামনে র‌্যাম্পওয়াক করে অনেকেই নজরে এসেছেন। সম্প্রতি এমনই এক ‘হাঁটা’ Viral হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

হালে TikTok-এ এক ব্যক্তি বাড়ির সাধারণ কিছু জিনিস নিয়ে এমন র‌্যাম্পওয়াক করেছেন। তাও যাকে বলে, একেবারে উঠোনের মধ্যে। সেই ভিডিয়ো দেখেই প্রবল মজা পেয়েছেন বহু মানুষ। (আরও পড়ুন: চট্টগ্রামের ট্রেনে পড়ুুয়াদের গলায় লালনের গান! জীবনপথের ধুলো মাখামাখি দুই বাংলা)

ওই ব্যক্তির নাম শাহিল শেরমন্ট ফ্লেয়ার। TikTok-এ তাঁর পরিচয় ‘শেরমন্ট টিকটকার’। সেই অ্যাকাউন্ট থেকে তাঁর র‌্যাম্পওয়াকের ভিডিয়োগুলি তিনি পোস্ট করেছেন।

একেবারে পেশাদার মডেলরা যেমন কায়দায় হাঁটেন, সেভাবেই হেঁটেছেন শেরমন্ট। কিন্তু ডিজাইনার পোশাকের বদলে তিনি গায়ে জড়িয়ে নিয়েছেন চালের টিন, মই, চেয়ার ইত্যাদির মতো বাড়ির সাধারণ কিছু জিনিস। এমনকী বাড়ির কোনও এক সদস্যকে কোলে নিয়েও হেঁটেছেন তিনি। আর তাঁর এই সব ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় তাঁ এই ভিডিয়োগুলি প্রায় ৮০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। অনেকে শেযার করেছেন। কেউ কেউ লিখেছেন, পেশাদার মডেলদের থেকে কোনও অংশে কম নন শাহিল। বরং বেশি। কেউ কেউ লিখেছেন, এখনকার বেশির ভাগ ফ্যাশন শো যেমন হয়, শাহিল সেটিকে ভালোই ব্যঙ্গ করেছেন।

যদিও শাহিল নিজে এর কোনও উত্তর দেননি। তবে পর পর ভিডিয়ো পোস্ট করে গিয়েছেন তিনি। আর প্রতিটিউ সুপারহিট হয়েছে।

বন্ধ করুন