নতুন জেনারেশনের কাছে ট্যাটু করানো খুব সাধারন একটি জিনিস। সাধারণ মানুষ থেকে তারকা সকলেই শরীরে বিভিন্ন আকারের বিভিন্ন রকমের ট্যাটু করিয়ে থাকেন। তবে আজ এই প্রতিবেদনে আপনি জানবেন এমন কয়েকজন তারকার কথা ,যারা নিজের সন্তানের নামে ট্যাটু করিয়েছেন শরীরে।
প্রিয়াঙ্কা চোপড়া: ২০১৮ সালের জুলাই মাসে নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা। ২০২২ সালের জানুয়ারি মাসে স্যারোগেসির মাধ্যমে কন্যা সন্তান মালতির জন্ম হয়। সম্প্রতি প্রিয়াঙ্কার ফ্রান্স ট্যুরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে যার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কার বাহুতে রয়েছে ছোট্ট মালতির মুখের ট্যাটু।
রণবীর কাপুর: ২০২২ সালের এপ্রিল মাসের রণবীর এবং আলিয়া বিয়ে করেন। ওই একই বছরের নভেম্বর মাসে একমাত্র মেয়ে রাহাকে জন্ম দেন তাঁরা। এনিম্যাল সিনেমার প্রচারমূলক ইভেন্টে একটি ছবিতে দেখা যায়, রণবীরের পিঠের দিকে একমাত্র মেয়ে রাহার নামে ট্যাটু করা রয়েছে।
অক্ষয় কুমার: অক্ষয়ের পিঠে বড় সন্তান আরভের নামে একটি ট্যাটু রয়েছে এবং তাঁর বাম কাঁধে রয়েছে মেয়ে নিতারার নামে একটি ট্যাটু। দুটি ট্যাটুর ছবি সোশ্যাল মিডিয়ায় একাধিকবার পোস্ট করেছেন অক্ষয় কুমার।
ইমরান খান: ইমরান তাঁর একমাত্র মেয়ে ইমারার ছোট্ট পায়ের ছাপ ট্যাটু করিয়ে রেখেছেন তাঁর বুকে। এই ট্যাটুটি তিনি করিয়েছিলেন সন্তান জন্ম হওয়ার ১০ মাস পর। এইভাবেই নিজের সন্তানের নাম সারা জীবন নিজের বুকে নিয়ে বহন করেন তিনি।
কুনাল খেমু: ২০২০ সালে কুনাল তাঁর কন্যা সন্তান ইনায়া নাওমি খেমুর নামে একটি ট্যাটু করিয়েছেন শরীরে। ইনায়া নামটি দেবনাগরী অক্ষরে লিখে মাঝে লাল টিপ এবং একটি ত্রিশূল অংকন করিয়েছেন তিনি।
বিক্রান্ত মেসি: ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিক্রান্ত। ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি একমাত্র পুত্র বরদানের জন্ম হয়। সন্তানের জন্মের পর বিক্রান্ত তাঁর বাহুর ওপর ছেলের নাম এবং জন্মের তারিখ ট্যাটু করিয়ে রাখেন।
রবিনা ট্যান্ডন: ২০০৪ সালের ২২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে অনিল খাদানিকে বিয়ে করেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। ২০০৫ সালের মার্চ মাসে কন্যা রাশা এবং ২০০৮ সালের জুলাই মাসের পুত্র রণবীরবর্ধনকে জন্ম দেন তিনি। অভিনেত্রী তাঁর পিঠে দুই সন্তানের কুণ্ডলীর নাম যথাক্রমে বর্ধন এবং বিশাখা নামের ট্যাটু করিয়ে রেখেছেন।
অজয় দেবগন: ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে অজয় এবং কাজল বিয়ে করেন। ২০০৩ সালের এপ্রিল মাসে মেয়ে নাইসা এবং ২০১০ সালের সেপ্টেম্বর মাসের ছেলে যুগকে জন্ম দেন কাজল। অজয় তাঁর বুকে একটি শিবের ট্যাটু করিয়েছেন যেখানে ছেলের নামের প্রথম অক্ষরটি খোদাই করে রেখেছেন তিনি।
অর্জুন রামপাল: ১৯৯৮ সালে মেহের জেসিয়াকে বিয়ে করেন অর্জুন। মাহিকা এবং মাইরা নামে দুই কন্যা সন্তান রয়েছে এই দম্পতির। ২০১৮ সালে মেহের এবং অর্জুন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন এবং ২০১৯ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। অর্জুনের বাহুতে দুই মেয়ের নাম খোদাই করা রয়েছে।