বাংলা নিউজ > টুকিটাকি > Akshata Murty at G 20: জি-২০ সম্মেলনে নজরকাড়া সুনক-পত্নী! কোন কোন সাজে ধরা দিলেন অক্ষতা, দেখুন ছবি

Akshata Murty at G 20: জি-২০ সম্মেলনে নজরকাড়া সুনক-পত্নী! কোন কোন সাজে ধরা দিলেন অক্ষতা, দেখুন ছবি

জি ২০ সম্মেলনে নজরকাড়া সুনক-পত্নী! (Instagram)

Akshata Murty fashion at G-20 summit 2023: জি ২০ সম্মেলনে নজরকাড়া সাজে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনক-পত্নী। সম্মেলন উপলক্ষে গোটা ভারতসফরেই তাঁকে নানা সাজে দেখা গেল। সাজের মধ্যে ছিল বৈচিত্র্যও।

জি ২০ সম্মেলন উপলক্ষে নজরকাড়া সাজে ধরা দিলেন ব্রিটেনের ফার্স্ট লেডি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনকের সঙ্গে জি ২০ সম্মেলনে এসেছেন অক্ষতা মূর্তি। গোটা সফরেই তাকে দেখা গেল নানা নজরকাড়া সাজে। কখনও পুরোপুরি ভারতীয় সাজ তো কখনও ফিউশনের আউটফিটে ধরা দিলেন তিনি। ওয়েস্টার্ন পোশাকেও সবার নজর কাড়লেন অক্ষতা।

(আরও পড়ুন: মহিলাদের আত্মহননের নেপথ্যে কি সমাজের নানা ফতোয়া? আলোচনায় মনোবিদ শ্রীময়ী তরফদার)

ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা এই সফরের প্রথম থেকেই খবরের শিরোনামে। মোদীর সঙ্গে সাক্ষাতের আগে বিমানের অন্দরের একটি ছবি ভাইরাল হয়। তাতে দেখা যায়, ঋষি সুনকের টাই ঠিক করে দিচ্ছেন অক্ষতা। নিজের সাজ পোশাকের পাশাপাশি স্বামীর পোশাকেও যথেষ্ট নজরদারি তাঁর। ওই দিন বিমান থেকে নামার পর মোদীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের। সেই সাক্ষাতের আগে সুনককে ফিটফাট করে দেন অক্ষতা। স্বামীর পোশাকে ফিনিশিং টাচ দিতে দেখা যায় সুনক-পত্নীকে।

(আরও পড়ুন: একাকিত্বই কারণ? বয়স্কদের আত্মহনন নিয়ে আলোচনায় মনোবিদ ডক্টর পুষ্পা মিশ্র)

এবার নজরকাড়া সাজের জন্যও খবরের শিরোনামে তিনি। জি ২০ সম্মেলনের মধ্যেই দম্পতি গিয়েছিলেন অক্ষরধাম মন্দিরে। সেখানেই সিম্পল কটন কুর্তা আর প্লাজোতে দেখা যায় তাঁকে। ফ্যাবইন্ডিয়া মেহেন্দির সবুজ রঙের কুর্তায় বেছে নিয়েছিলেন এই দিন।

বিমান থেকে নামার দিন তাঁকে দেখা যায় ফিউশন আউটফিটে। এই দিন ধবধবে সাদা শার্টের সঙ্গে ফ্লোরাল ডিজাইনের ম্যাক্সি স্কার্টে ক্যামেরায় ধরা দেন তিনি। প্রসঙ্গত ওই দিনই সুনকের টাই ঠিক করার মুহূর্ত ধরা পড়ে পাপারাৎজিদের ক্যামেরাতেও।

এর পর ব্রিটিশ কাউন্সিলে তাঁকে দেখা যায় সম্পূর্ণ অন্য সাজে। একটি গোলাপী কোরাল প্রিন্টের শার্ট ও স্কার্টে তাঁকে দেখা যায়‌। ব্রিটিশ কাউন্সিলে ফুটবল খেলার মেজাজেই ছিলেন তিনি। চুল বাঁধা অবস্থায় তাঁকে বাচ্চাদের সঙ্গে এই দিন ছবি তুলতেও দেখা যায়। ফুটবল পায়ে পোজ দেন খুদে খেলোয়াড়দের সঙ্গে। অন্যদিকে ঋষি সুনক ও বাচ্চাদের সঙ্গে একই ফ্রেমেও ধরা দেন অক্ষতা। তাঁদের সঙ্গে ছিল ব্রিটিশ কাউন্সিলের তৈরি বিশেষ পোশাক।

বন্ধ করুন