বাংলা নিউজ > টুকিটাকি > G-20 summit 2023: সুনকের টাই ঠিক করলেন স্ত্রী অক্ষতা, প্রেম দিল্লির রাস্তায়, খেলেন রেস্তোরাঁয়!

G-20 summit 2023: সুনকের টাই ঠিক করলেন স্ত্রী অক্ষতা, প্রেম দিল্লির রাস্তায়, খেলেন রেস্তোরাঁয়!

প্রেমে মজে সুনক ও অক্ষতা।

G 20 summit 2023: সম্ভবত তাঁর টাই ঠিকঠাক ছিল না। অগত্যা তাতে হাত লাগান অক্ষতা মূর্তি। বিমানের মধ্যে নিজেই সেই টাই ঠিক করে দেন।

রাজনীতির জগতেও মাঝেমধ্যে মন কাড়ার মতো মুহূর্ত তৈরি হয়। তেমনই এক মুহূর্ত তৈরি হল জি-২০ সম্মেলনের ঠিক আগেরদিন। এই দিন মোদীর সঙ্গে সাক্ষাতের আগে ঋষি সুনককে দেখা গেল অন্য রূপে‌। তখন বিমান থেকে নামার সময় হয়ে এসেছে। শেষমুহূর্তে সব ঠিকঠাক করে নেওয়া চলছে। এমন সময় সুনকের ঘরণীর চোখে পড়ে ঋষির গলার টাই। সম্ভবত তাঁর টাই ঠিকঠাক ছিল না। অগত্যা তাতে হাত লাগান অক্ষতা মূর্তি। বিমানের মধ্যে নিজেই সেই টাই ঠিক করে দেন। সম্প্রতি সেই ছবি লেন্সবন্দী হয়েছে সাংবাদিকদের ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে, দু'দিকের সিটের মাঝের ফাঁকা জায়গায় সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা দাঁড়িয়ে। ওই অবস্থায় অক্ষতাকে তাঁর টাই ঠিক করে দিতে দেখা যায়‌। শুধু তাই নয়, দু'জনকে শুক্রবার রাতে মধ্য দিল্লির রাস্তায় ‘প্রেম’ করতে দেখা যায়। সুনকের হাত ধরে ছিলেন অক্ষতা। পরে দু'জনে একটি হোটেলে খাওয়া-দাওয়া সারেন।

(আরও পড়ুন: জি-২০ সম্মেলনে সঙ্গীত পরিবেশন করবেন তাবড় শিল্পীরা, ৭৮ জনের তালিকায় কারা)

প্রসঙ্গত, জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন ভারতে‌। একই কারণে ভারতে এসে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনক‌।‌ ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাৎকারও হয়েছে তাঁর। কয়েকদিন আগেই তাঁর এঅটি মন্তব্য ঘিরেও বেশ তরজা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিয়ো। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আমি ভারতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নয়, হিন্দু হিসেবে এসেছি। ভগবান শ্রীরাম তাঁর অনুপ্রেরণা। 

(আরও পড়ুন: জি-২০ সম্মেলনে বিশেষ উপহার অতিথি দেশের ফার্স্ট লেডিদের, কী কী থাকছে এই তালিকায়)

তবে সেসব ভুলে ইদানীং সুনকের টাইয়ের ছবিই ইদানীং ঝড় তুলেছে নেট দুনিয়ায়। একে দাম্পত্য প্রেমের নজির হিসেবেই দেখছেন নেটিজেনরা।‌ তবে এমন দৃশ্য প্রথম, তাও কিন্তু নয়। এর আগেও ব্রিটেনের রাস্তায় সুনকের টাই ঠিক করে দিতে দেখা গিয়েছে অক্ষতা মূর্তিকে। প্রসঙ্গত, তেমন দৃশ্যই আবার আলোড়ন তুলল নেটিজেনদের মধ্যে। 

বন্ধ করুন