ভারতের মতো বিশাল দেশে আসা হল, একটু ঘুরে দেখা হবে না? তাও কি হয়! বিদেশি অতিথিরা অনুরোধ করলেন দিল্লির আশপাশ ঘুরিয়ে দেখাতে। সেই মতো শেষ মুহূর্তে ব্যবস্থা করা হল নিরাপত্তারক্ষীর। কোথায় কোথায় ঘোরানো হবে বিদেশের অতিথি অভ্যাগতদের। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিল্লির মেহরৌলি থেকে হুমায়ুনের সমাধি, লোধি গার্ডেন, ডিএলএফ প্রোমেনেড মল ঘুরিয়ে দেখানো হবে তাঁদের। বিভিন্ন জায়গার ঘোরার সময় তাঁদের সঙ্গে থাকবে কড়া নিরাপত্তা।
(আরও পড়ুন: সুনকের টাই ঠিক করলেন স্ত্রী অক্ষতা, প্রেম দিল্লির রাস্তায়, খেলেন রেস্তোরাঁয়!)
আর্জেন্টিনার প্রধানমন্ত্রী আলবার্তো ফার্নান্দেজ ভারতে এসে পৌঁছেছেন শুক্রবার সকালে। তার সঙ্গে আসা নিরাপত্তারক্ষী দলের প্রধান এই দিন অনুরোধ জানান, দিল্লির তিনটি জায়গা ঘুরে দেখার। সংবাদ মাধ্যমকে ওই আধিকারিক জানিয়েছেন, ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা দলের সঙ্গে কথা বলে তিনটি জায়গা ঘোরার ব্যবস্থা করা গিয়েছে। তিনি তাঁর নিজের দলটির সঙ্গে প্রথমে হুমায়ুনের সমাধিতে যান। সেখান থেকে লোধি গার্ডেনে নিয়ে যাওয়া হয় তাঁদের। এর পর দুপুরে তাঁরা খাবার খান ইম্পেরিয়াল হোটেলে।
(আরও পড়ুন: জি-২০ সম্মেলনে সঙ্গীত পরিবেশন করবেন তাবড় শিল্পীরা, ৭৮ জনের তালিকায় কারা)
অন্যদিকে শুক্রবার বিকেলে দিল্লি এসে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। এই দিন সন্ধ্যায় তাঁকে দেখা যায় বেশ হালকা মেজাজে। কেজি মার্গে ব্রিটিশ কাউন্সিলের অফিসে তিনি যান। সেখান থেকে দিল্লির রাস্তায় হালকা মেজাজে স্ত্রীয়ের সঙ্গে হাঁটতেও দেখা যায় তাঁকে। এর পর তিনি খাওয়াদাওয়া সারেন ইমপেরিয়াল হোটেলে। প্রসঙ্গত, সুনকের টাই ঠিক করে দেওয়ার ছবিই ইদানীং ঝড় তুলেছে নেট দুনিয়ায়। একটি ছবিতে দেখা যায় সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি বিমানের মধ্যে তাঁর টাই ঠিক করে দিচ্ছেন। একে দাম্পত্য প্রেমের নজির হিসেবেই দেখছেন নেটিজেনরা। তবে এমন দৃশ্য প্রথম, তাও কিন্তু নয়। এর আগেও ব্রিটেনের রাস্তায় সুনকের টাই ঠিক করে দিতে দেখা গিয়েছে অক্ষতা মূর্তিকে। প্রসঙ্গত, তেমন দৃশ্যই আবার আলোড়ন তুলল নেটিজেনদের মধ্যে। সেই ছবি লেন্সবন্দী হয়েছে সাংবাদিকদের ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে, দু'দিকের সিটের মাঝের ফাঁকা জায়গায় সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা দাঁড়িয়ে। ওই অবস্থায় অক্ষতা তাঁর টাই ঠিক করে দিচ্ছেন।