মাঝে মাঝে গ্যাস ওভেনের দাগ এতই গাঢ় হয়ে যে তা তোল... more
মাঝে মাঝে গ্যাস ওভেনের দাগ এতই গাঢ় হয়ে যে তা তোলা মুশকিল। হাজার বার ঘষলেও সেই দাগ উঠতে চায় না। কয়েকটি উপকরণ ব্যবহার করলেই কিন্তু এই দাগ সহজে তুলে ফেলা সম্ভব।
1/5মাঝে মাঝে গ্যাস ওভেনের দাগ এতই গাঢ় হয় যে তা তোলা মুশকিল। হাজার বার ঘষলেও সেই দাগ উঠতে চায় না। কয়েকটি উপকরণ ব্যবহার করলেই কিন্তু এই দাগ সহজে তুলে ফেলা সম্ভব। (Unsplash)
2/5পাতিলেবু: লেবুর উপকারিতা সম্পর্কে আমরা সকলেই জানি। স্বাস্থ্য থেকে রূপচর্চা নানা কারণে লেবুর গুণ অপরিসীম। তবে লেবুর খোসাও কিন্তু নানা কাজে লাগে। লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। এর পর লেবুর খোসাতে ওই মিশ্রণ নিয়ে গ্যাসের উপরে ঘষুন। দেখবেন সহজেই উঠে যাচ্ছে দাগছোপ। (Unsplash)
3/5পেঁয়াজ: কয়েক টুকরো পেঁয়াজ সেদ্ধ করে নিন প্রথমে। এবারে সেই জলটি গ্যাস ওভেনে ঢেলে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষুন। নিমেষেই উঠে যাবে গ্যাসের সব দাগছোপ। (Unsplash)
4/5বেকিং সোডা: গ্যাস পরিষ্কার করতে ব্যবহার করুন বেকিং সোডা। প্রথমে বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং ভিনিগার ভালো করে মিশিয়ে নিন। তার পর এই মিশ্রণটি দিয়ে গ্যাস ওভেন পরিষ্কার করুন। (Unsplash)
5/5নুন: নুনও এই কাজে সমান পারদর্শী। নুন এবং বেকিং সোডার মিশিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। সেই মিশ্রণ কিছুক্ষণ ওভেনে মাখিয়ে রাখুন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে নিন। তেলচিটে দাগ একেবারে পরিষ্কার হয়ে যাবে। (Unsplash)