বাংলা নিউজ > টুকিটাকি > UN on Gender equity: মেয়েদের সমান অধিকার পেতে এখনও তিন শতাব্দী, নারী দিবসে গভীর উদ্বেগে রাষ্ট্রসংঘ

UN on Gender equity: মেয়েদের সমান অধিকার পেতে এখনও তিন শতাব্দী, নারী দিবসে গভীর উদ্বেগে রাষ্ট্রসংঘ

রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস

UN on Gender equity: মেয়েদের সমান অধিকার পেতে এখনও তিন শতাব্দী দেরি। ক্রমেই সারা পৃথিবীতে মেয়েদের অধিকার অনিশ্চিত হয়ে পড়ছে। এই নিয়েই নারী দিবসে গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ।

বিশ্ব নারী দিবস উপলক্ষে তাৎপর্যপূর্ণ উক্তি করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তাঁর কথায়, লিঙ্গবৈষম্য ঘোচাতে এখনও আরও ৩০০ বছর অপেক্ষা করতে হবে সারা বিশ্বকে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দ্রুত উধাও হয়ে যাচ্ছে মহিলাদের মৌলিক অধিকার। সেই নিয়েও বেশ উদ্বিগ্ন তিনি। সোমবারের একটি বক্তৃতায় ৮ মার্চ নিয়ে কথা বলতে বলতে এমন চিন্তার কথাই ফুটে ওঠে তাঁর মুখে।

আরও পড়ুন: আন্তর্জাতিক নারী দিবস: ৫টি বড় রোগই মেয়েদের কম আয়ুর কারণ, সতর্ক হোন এবারে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় একটি বক্তৃতার আয়োজন করা হয়। সেখানেই রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেন, লিঙ্গসাম্য ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে মহিলাদের অধিকার মোটেই সুনিশ্চিত নয়। রাষ্ট্রসংঘের ইউএন ওমেনের সিদ্ধান্ত অনুযায়ী, পৃথিবীর এখন লিঙ্গসাম্যে পৌঁছাতে ৩০০ বছর অর্থাৎ তিন শতাব্দী সময় লাগবে। এই দিনই বিশেষ বক্তৃতার মাধ্যমে কমিশনের নেতৃত্বে দুই সপ্তাহ ব্যাপী একটি আলোচনার সূত্রপাত হল। বিশ্বে মেয়েদের সাম্প্রতিক অবস্থান নিয়েই চলবে এই আলোচনা।

আরও পড়ুন: কীভাবে শুরু হল আন্তর্জাতিক নারী দিবস? কারা ছিলেন এর নেপথ্যে? ফিরে দেখা ১ শতাব্দী

আন্তোনিওর কথায়, সারা পৃথিবীতে মেয়েদের অধিকার প্রভূত পরিমাণে সংকট ও নিগ্রহের মুখে। এমনকী এর উদাহরণ হিসেবে বেশ কিছু ঘটনার কথাও তুলে আনেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল। তাঁর কথায়, মেয়েদের স্কুলছুটের পরিমাণ, মায়েদের মৃত্যুর হার, জোর করে মেয়ে শিশুর বাল্যবিবাহ এখনও অনেক জায়গায় দিনের পর দিন ঘটেই চলেছে। এই ঘটনাগুলিই বলে দেয়, মেয়েরা এখনও অধিকারের দিক থেকে কতটা পিছিয়ে।

এই দিন একটি সাম্প্রতিক পরিসংখ্যানের কথাও তাঁর ভাষণে উল্লেখ করেন আন্তোনিও। মাতৃত্বকালীন অবস্থায় মায়েদের মৃত্যুর হার অনেকটাই বে়ড়েছে সাম্প্রতিক বছরগুলিতে। প্রতি দুই মিনিটে মাতৃত্বকালীন অবস্থায় একজন করে মেয়ের মৃত্যু হচ্ছে। অথচ চিকিৎসাশাস্ত্রের মতে, এই মৃত্যুগুলির বেশিরভাগই আটকনো সম্ভব। অর্থাৎ চিকিৎসার পাওয়ার অধিকার থেকেও মেয়েরা বঞ্চিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন