শীত পড়তেই জার্মানি জুড়ে একের পর এক রোগের স্রোত শুরু হয়েছে। গত ২ বছরে কোভিডের জেরে সেদেশে মাস্কের ব্যবহার হওয়াতে ব্রঙ্কিওলাইটিসের মতো রোগের সংক্রমণ সেভাবে ছড়াতে পারেনি বলে মনে করা হচ্ছে। তবে শীত পড়তেই ইওরোপে হু হু করে বাড়ছে, শিশুদের মধ্যে অসুস্থতার প্রকোপ। বিশেষত জার্মানিতে লাফ দিয়ে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ।
উল্লেখ্য, গোটা জার্মান জুড়ে ২০২২ সালে প্রবলভাবে ছড়িয়ে পড়েছে শিশুদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত ব্রঙ্কিওলাইটিসের মতো রোগ। শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরিজনিত আরএসভি ভাইরাসের রমরমা শীত পড়তেই দেখা যাচ্ছে জার্মানিতে। যারফলে ব্রঙ্কিওলাইটিসের মতো রোগ হু হু করে গোটা জার্মানিতে ছড়িয়ে পড়ছে। এদিকে, জার্মানির হাসপাতালগুলো কার্যত হিমশিম খাচ্ছে কম সংখ্যক স্টাফ নিয়ে বিশাল অঙ্তের অসুস্থ রোগীর সংখ্যাকে সামাল দিতে। শুধু যে শিশু বা সদ্যোজাতরাই এই রোগে অসুস্থ হচ্ছে তা নয়,তাদের দেখভাল করা মহিলা বা ব্যক্তিরাও এই ভাইরাসের আক্রমণের শিকার হচ্ছে। যারফলে হাসপাতালে নার্সের অভাব বা কেয়ার গিভারের অভাব দেখা যাচ্ছে জার্মানজুড়ে। বেশ কয়েকটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে সমস্যা দেখা গিয়েছে। দেখা গিয়েছে বেডের কমতির। যা ফের একবার কোভিড পরিস্থিতির ত্রাসকে ডেকে আনছে।
কুকুরকে অপহরণ না করতে পেরে যুবককে তুলে নিয়ে গেল ৩ জন! পণ হিসাবে দাবি সেই কুকুরটি
বহু অসুস্থ শিশুকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয়েছে হাসপাতালে। পরিস্থিতি এতটাই কঠিন জার্মানিতে যে শেষ এক সপ্তাহে ইউরোপের এই দেশে ৯.৫ মিলিয়ন মানুষ আক্রান্ত হয়েছেন আরএসভি ভাইরাসে। সমস্ত বয়সের মানুষ সেখানে এই ভাইরাসের থেকে আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে, ১৯৯৫ সালের তুলনায় ২০২২ সালে জার্মানিতে শিশুদের জন্য হাসপাতালের বেডের সংখ্যা নেমেছে। আগে যা ছিল ১৮০০০ বেড সংখ্যা এখন তা ২৫০০০ তে ঠেকেছে।