Hair Grow Faster and Stronger: মাথাভর্তি চুল ফিরে পেতে পারেন দুটো ডিম দিয়ে। কী করবেন? জেনে নিন সহজ সমাধান।
1/6নানা কারণে চুল উঠে যায় অনেকের। তার মধ্যে বয়স যেমন একটি কারণ, তেমনই পুষ্টির অভাব বা মাথার ত্বকের সংক্রমণও দায়ী হতে পারে। কিন্তু পুরনো চুল ফিরে পাওয়া সম্ভব।
2/6এই পুরনো মাথাভর্তি চুল ফিরে পাওয়ার সহজ রাস্তা হল ডিম। দু’টি ডিম দিয়েই সমস্যার সমাধান করতে পারেন। কীভাবে ডিম ব্যবহার করে আগের মতো মাথাভর্তি চুল ফিরে পাবেন? জেনে নিন।
3/6ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন। তাই এটি চুলের গোড়া তো মজবুত করেই। তার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। কিন্তু ডিম ব্যবহার করতে হবে নিয়ম মেনে। কী করবেন জেনে নিন।
4/6পদ্ধতি ১: প্রথমে দু’টি ডিমের সাদা অংশ নিন। সেটি ভালো করে মাথার ত্বকের মালিশ করুন। হালকা মালিশ করবেন। খুব বেশি জোর দেবেন না। ১৫ মিনিট মালিশ করুন। তার পরে ১ ঘণ্টা রেখে দিন। এর পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
5/6পদ্ধতি ২: দু’টি ডিমের সাদা অংশ নিন। তার সঙ্গে এক চামচ অলিভ অয়েল আর এক চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণও মাথায় লাগিয়ে নিন। মালিশ করার দরকার নেই। মিনিট রেখে দিন। এই সময়ে পারলে শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন। ১৫ মিনিট পরে হালকা শ্যাম্পু দিয়ে চুলে ধুয়ে নিন।
6/6দু’টি পদ্ধতির যে কোনওটি প্রয়োগ করতে পারেন। টাকা ১৫ দিন এই পদ্ধতি দু’টির যে কোনও একটি করুন। ১৫ দিন পরে নিজেই বুঝতে পারবেন আবার ফিরছে চুল।