১। চোরপুরের পকেটমারদের সুনাম শুনে এক লোক চোরপুরে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুক পকেটে একটা ১০০ টাকার নোট নিয়ে সারা চোরপুর ঘুরে বেড়াতে লাগল। সারা দিন কেটে গেল কিন্তু টাকা চুরি যাওয়ার কোনও খবর নেই। পকেটের টাকা পকেটেই পড়ে রইল।
সন্ধ্যায় একটা পানের দোকান থেকে পান কিনতে কিনতে দোকানদারকে বলল, কই চোরপুরের পকেটমাররা নাকি দেশের সেরা। কিন্তু তার তো কোনও পরিচয় পেলাম না।
একটু দূরে দাঁড়ানো এক ছেলে তখন বলল, ‘জাল নোট নিয়ে ঘুরে বেড়ালে কে আপনার পকেট মারবে?’
(আরও পড়ুন: উইকেন্ডের মজা বাড়াতে চান? তাহলে এখনই পড়ুন দিনের সেরা ৫ জোকস, হাসুন প্রাণভরে)
২। একটা গাধার বাচ্চা নিয়ে পলটু ক্লাসে ঢুকেছে। শিক্ষক ক্লাসে গাধা দেখে রেগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘কী রে পলটু, ক্লাসে গাধা নিয়ে এসেছিস কেন?’
পলটু মুখ কাঁচুমাঁচু করে বলল, ‘স্যার, আপনিই তো ক্লাসে গাধা আনার কথা বলেছেন।’
শিক্ষক রেগে বললেন, ‘কী বেয়াদবের মতো কথা বলছিস! আমি কেন ক্লাসে গাধা আনার কথা বলতে যাব?’
‘আপনিই তো বলেছিলেন, আপনার এখানে অনেক গাধাকে আনা হয়েছে। আর আপনি সেই সব গাধাকে মানুষ করেছেন! তাই তো আমার এই গাধাটাকে মানুষ বানাতে আপনার কাছে নিয়ে এসেছি, স্যার।’ পলটুর উত্তর।
(আরও পড়ুন: গরম তো কমছে! এবার একটু হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর মনটা রাখুন ফুরফুরে)
৩। একবার মনটু আর তার এক বন্ধু গাড়িতে করে বাড়ি ফিরছিল। বেশ দ্রুতগতিতে গাড়ি চালানো দেখে মনটু তার বন্ধুটিকে বলল, ‘আরে ভাই, এত জোরে গাড়ি চালাচ্ছিস কেন?’
বন্ধুটি বলল, ‘সাধে কি গাড়ি জোরে চালাচ্ছি! গাড়ির ব্রেক ছিঁড়ে গিয়েছে, তাই কোনও দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত বাড়ি পৌঁছোতে হবে।’
(আরও পড়ুন: আকাশ মেঘলা, কিন্তু মন থাকুক ঝলমলে! পড়ে নিন, দিনের সেরা ৫ জোকস, জমে যাক দিনটি)
৪। রোগী: দেখুন ডাক্তারবাবু আমার দু’পা ফুলে কী হয়েছে।
চিকিৎসক: কী করে হল?
রোগী: ওই যে গত মাসে আপনি আমার স্ত্রীর চিকিৎসা করলেন তারপর থেকেই …
চিকিৎসক: স্ত্রীর চিকিৎসার সঙ্গে আপনার পা ফোলার সম্পর্ক কী?
রোগী: মানে স্ত্রীর চিকিৎসার বিল মেটাতে গিয়েই তো গাড়িটা বেচতে হল… তারপর থেকেই …।
(আরও পড়ুন: উইকেন্ড তো শুরু, এবার মেজাজ বানান ফুরফুরে, মেঘলা দিনে পড়ুন সেরা ৫ জোকস)
৫। শ্যামলবাবু: এই আয়নার কোনও গ্যারান্টি আছে?
দোকানদার: এটা আপনি ১০০ তলা বাড়ির ছাদ থেকে ফেলে দিন, একতলা পর্যন্ত আয়নাটা আস্ত থাকবে।