বহুদিন ধরে ব্যবহার করছেন কাঁচের জিনিস। এর ফলে তাতে দাগও পড়ে গিয়েছে। কীভাবে সেই দাগ তুলে ঝকঝকে করবেন জানেন কি? রইল সেরা ৫ জিনিসের হদিস।
1/6বহুদিন ধরে ব্যবহার করছেন কাচের জিনিস। এর ফলে তাতে দাগও পড়ে গিয়েছে। কীভাবে সেই দাগ তুলে ঝকঝকে করবেন জানেন কি? রইল সেরা ৫ জিনিসের হদিস। (Freepik)
2/6বেকিং সোডা: যেকোনো আসবাব ঝকঝকে করে তুলতে বেকিং সোডার মতো উপকরণের জুড়ি মেলা ভার। এক কাপ জলে সামান্য বেকিং সোডা গুলে তা দিয়ে আপনার কাঁচের আসবাবটি ভালো করে মুছে নিন। দেখবেন পুরনো দাগগুলি সব উঠে গিয়েছে। (Freepik)
3/6ভিনিগার: কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে ভিনিগার দারুণ কাজ দেয়। ভিনিগারের মধ্যে রয়েছে বিশেষ কয়েকটি রাসায়নিক উপকরণ। এই উপকরণগুলি আঠালো দাগকে সমূলে তুলে দেয়। (Freepik)
4/6নেল পলিশ রিমুভার: ভিনিগার বেকিং ও সোডা বাদেও আরেকটি কাজের উপকরণ হল নেলপলিশের রিমুভার। নেলপলিশ রিমুভার যে কোন দাগ সহজেই তুলে দেয়। খুব বেশিক্ষণ সময় নেয় না। তাই নেলপলিশের রিমুভার দিয়েও কাচের আসবাবের দাগ ফেলতে পারেন। (Freepik)
5/6তেঁতুল: কাঁচের মধ্যে লেগে থাকা একচেটিয়া দাগ তুলতে তেঁতুল দারুণ কাজ দেয়। এর মধ্যে থাকা অ্যাসিডিক গুণ কাঁচের দাগ অল্প সময়ে তুলে ফেলে। অপ জলের মধ্যে তেঁতুল গুলে তা দিয়ে কাঁচ পরিস্কার করুন। (Freepik)
6/6লেবু: তেঁতুলের মতোই লেবুও কাঁচের দাগ তুতলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা অ্যাসিড কাঁচের অনেকদিনের দাগও তুলে দেয়। ফলে কাঁচের আসবাব আগের মতোই ঝকঝকে দেখতে লাগে। (Freepik)