2/5 ২০০৯ সাল থেকেই এই বিশেষ দিনটি আমেরিকাতে পালন করা হত। সেই অনুযায়ী প্রতি বছর আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতার আয়োজনও করা হত। তবে আন্তর্জাতিক দৌড় দিবস শুরু হয় ২০১৬ সাল থেকে।
3/5 আমেরিকাতে দৌড় দিবস শুরু হওয়ার নয় বছর পর তা আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়। এই দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করার পিছনে ছিলেন নিউইয়র্কের তৎকালীন মেয়র বিল ডে ব্লাসিও। তিনিই ২০১৬ সালের ১ জুন বিশ্ব দৌড় দিবসের ঘোষণা করেন।
4/5 ওই বছর থেকে প্রতি বছরই পালন করা হয় বিশ্ব দৌড় দিবস। তবে প্রতি বছরই পাল্টে যায় দিন পালনের তারিখ। কারণ জুন মাসের প্রথম বুধবার এই দিনটির জন্য নির্ধারিত করা হয়েছে।
5/5 ২০১৭ সালে বিশ্ব দৌড় দিবসের সিদ্ধান্তকে সমর্থন জানায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশন। তাদের তরফে বলা হয়, আইএএএফ এই দিনের উদযাপনকে সম্পূর্ণভাবে সমর্থন করে। একইসঙ্গে অ্যাসোসিয়েশনের সব সদস্যকে দিনটি উদযাপনের জন্য এগিয়ে আসতেও বলেন কর্তৃপক্ষ।