শুধু বলিউড নয়, সারা বিশ্বের মাটিতে নিজেকে বারংবার প্রমাণ করেছেন যে অভিনেত্রী, তিনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ব্যক্তিগত জীবন হোক বা বিয়ে, প্রিয়াঙ্কার নাম বারবার উঠে এসেছে খবরের শিরোনামে। যদিও সেই সমস্ত গসিপকে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ এই বিশ্ব সুন্দরী। আজ ১৮ জুলাই প্রিয়াংকা চোপড়ার ৪২ তম জন্মদিনে দেখুন প্রিয়াঙ্কার সেরা ৭টি নজরকাড়া আউটফিট।

প্রথমেই আসা যাক প্রিয়াঙ্কার বিয়ের কথায়। হিন্দু এবং খ্রিস্টান, দুইভাবেই তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিক জোনাসের সঙ্গে। বিয়ের দিন তিনি পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা লাল লেহেঙ্গা, অন্যদিকে রিসেপশনে বেছে নিয়েছিলেন সাদা রঙের লরেন গাউন। দুইদিনেই প্রিয়াঙ্কাকে দেখতে লাগছিল অসাধারণ।

২০১৭ সালে মেট গালা প্রিয়াঙ্কার জন্য ভীষণভাবে স্মরণীয় কারণ ওই বছর তিনি তাঁর স্বামীর সঙ্গে প্রথম পরিচিত হন। ২০১৭ সালে মেট গালা অনুষ্ঠানে তিনি পরেছিলেন এটি ট্রেঞ্চ কোড ড্রেস, যা ছিল একটি কাস্টম লুক। তবে ২০১৯ সালে মেট গালা অনুষ্ঠানে প্রিয়াঙ্কার লুক বিশেষভাবে নজর কেড়েছিল সকলের। ওই বছর তিনি পরেছিলেন একটি বিশেষ ডিজাইন করা গাউন। তবে প্রিয়াঙ্কার মাথায় কোকড়ানো চুল, চোখে সাদা আইলাইনার দেখে নেটিজেনরা ভীষণভাবে ট্রোল করেছিল প্রিয়াঙ্কাকে।

৬২ তম গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পড়েছিলেন একটি সাদা রঙের গাউন, যার উর্ধাঙ্গ ছিল অনেকটাই উন্মুক্ত। কাপ্তান স্টাইলের হাতাযুক্ত ওই গাউনে প্রিয়াঙ্কাকে দেখতে লাগছিল অসাধারণ। যদিও ওই পোশাক পরার জন্য প্রিয়াঙ্কাকে কিন্তু নেটিজেনদের উপহাসের শিকার হতে হয়েছিল।

বলিউডের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রিয়াঙ্কা পরেছিলেন একটি কালো স্ট্র্যাপলেস মেসন ভ্যালেন্টিনো গাউন, সঙ্গে পরেছিলেন সাদা রঙের গ্লাভস। নিকের পরনে ছিল একটি কালো রঙের ব্লেজার।

NMCC - তে যোগদান দিতে এসে প্রিয়াঙ্কা এমন একটি পোশাক পরেছিলেন, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সকলে। ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসিকে একেবারে অন্যান্যভাবে পরেছিলেন প্রিয়াঙ্কা। ওই ব্রোকেট শাড়িতে ছিল সোনা এবং রুপোর কাজ।

বুলগারি ইভেন্টের জন্য প্রিয়াঙ্কা যখন ভেনিস গিয়েছিলেন, তখন প্রিয়াঙ্কার লাল অফ সোল্ডার ব্লাউজ এবং স্কার্টের প্রশংসা করেছিলেন সকলে। পোশাকের সঙ্গে মানানসই সাজে প্রিয়াঙ্কাকে দেখতে লাগছিল অপরূপা। যদিও এরপর আরও দুটি ইভেন্টে কালো বডিকন পোশাকে এবং সাদা গাউনে প্রিয়াঙ্কা নজর কেড়েছিলেন সকলের।

সম্প্রতি প্রিয়াঙ্কার আরও একটি লুক ভাইরাল হয় যেখানে প্রিয়াঙ্কাকে দেখতে লাগছিল হুবহু জলপরীর মত। বরফ নীল গাউনে প্রিয়াঙ্কার ছবি দেখলে আরও একবার অভিনেত্রীর প্রেমে পড়ে যাবেন আপনি। এছাড়াও সম্প্রতি জোনাস ব্রাদার্স - এর সাথে কনসার্টে যোগদান দিতে গিয়ে প্রিয়াঙ্কার কালো এবং রূপালী রঙের পোশাক বেশ নজর কেড়েছিল সকলের।