বাংলা নিউজ > টুকিটাকি > Saraswati Puja 2023: লক্ষ্মী ভাণ্ডারের উপর দু’হাত তুলে নাচছেন সরস্বতী! মণ্ডপ নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক

Saraswati Puja 2023: লক্ষ্মী ভাণ্ডারের উপর দু’হাত তুলে নাচছেন সরস্বতী! মণ্ডপ নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক

বিতর্কিত সরস্বতী পুজো

Saraswati Puja 2023: অভিযোগ উঠেছে, সরস্বতী পুজোর এই মণ্ডপসজ্জা আসলে রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যেই। আর তা নিয়েই চলছে বিতর্ক। 

দুর্গাপুজোর থিমের ধারণা এখন পুরনো হয়ে গিয়েছে। এখন সব পুজোতেই আসছে থিমের ধারণা। সরস্বতী পুজোই বা তাহলে বাদ যাবে কেন? আর সেই হিসাবেই এবারের এক সরস্বতী পুজোর থিমের অংশ হল লক্ষ্মীর ভাণ্ডার! আর তা নিয়েই চলছে জোর বিতর্ক।

ঘটনাটি কী ঘটেছে? বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুরের একটি সরস্বতী পুজোর প্যান্ডেলে দেখা গেল ‘দুয়ারে সরকার’-এর থিম। আর সেখানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তার উপর দু’হাত তুলে দাঁডি়য়ে আছেন সরস্বতী দেবী। দু’পাশে ছড়িয়ে রয়েছে ৫০০ টাকার নোট।

এই মণ্ডপ নিয়েই শুরু হয়েছে জোর কাজিয়া। বিরোধীদের অভিযোগ, এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা। এর মাধ্যমে শাসক দল নিজেদের প্রচার করতে চাইছে। কিন্তু পুজোর উদ্যোক্তাদের দাবি, এই অভিযোগ মোটেও ঠিক নয়। ‘দুয়ারে সরকার’ এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’ আসলে সাধারণ মানুষের উন্নতির উদ্দেশ্যে করা। তাই তাঁদের কথা মাথায় রেখেই এই মণ্ডপসজ্জা। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। 

পুজোর উদ্যোক্তাদের তরফে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, বিরোধীরা সব সময় নেগেটিভ জিনিস তুলে ধরতে চায়। তাই সব কিছুতেই তেমন চিন্তাধারা প্রকাশ পায়। তাঁধের বক্তব্য, তাঁরা পজিটিভ দিকগুলো সব সময় তুলে ধরতে চান। তাই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে থাকেন। তেমনই এক উদ্দেশ্যে এই মণ্ডপসজ্জা। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। 

উলটো দিকে বিজেপির তরফে বলা হয়েছে, রাজ্যের গোটা শিক্ষা দফতরই জেলে। ফলে বিদ্যার দেবীর সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক থাকতে পারে না। সেই কারণেই নাকি লক্ষ্মীর ভাণ্ডারের উপর সরস্বতীকে স্থান দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, এ সবই ভণ্ডামি। 

বন্ধ করুন