Google Logo Changes: কত বার বদলেছে গুগলের লোগো? দেখে নিন চেহারার বদল।
1/9২৫ বছর পূর্ণ হল গুগলের। এর মধ্যে বহু প্রতিযোগিতার মধ্যে দিয়ে এসে গুগল হয়ে উঠেছে নেটদুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। পঁচিশের যৌবনে এখন সে। এর মধ্যে বেশ কয়েকবার বদলেছে তার চেহারা। অর্থাৎ তার লোগো। দেখে নিন সেই বিবর্তনের ইতিহাস।
2/9খুব বেশি দিন স্থায়ী হয়নি এই লোগো। ১৫ সেপ্টেম্বর, ১৯৯৭ থেকে ২৭ সেপ্টেম্বর ১৯৯৭। মাত্র কয়েক দিনের জন্য এমন লোগো ব্যবহার করেছিল গুগল।
3/9দ্বিতীয় লোগোটিও ক্ষণস্থায়ী। বাস্কারভিল গোল্ড ফন্টে লেখা গুগল লোগো শুরু হয়েছিল ২৮ সেপ্টেম্বর, ১৯৯৭ থেকে। আর এটি শেষ হয় ওই বছরেরই ২৯ অক্টোবর। এক মাস মতো টিকে ছিল এই লোগো।
4/9তৃতীয় লোগো। ৩০ অক্টোবর, ১৯৯৭-এ এসেছিল এটি। বিশেষত্ব হল এর শেষের বিস্ময়বোধক চিহ্ন। সঙ্গে প্রতিটি অক্ষরের তলায় ছায়াও জুড়েছিল গুগল। এটিও টিকেছিল দু’বছর। ১৯৯৯ সালের ৩০ মে এটি বন্ধ হয়।
5/9চতুর্থ লোগো। ১৯৯৯ সালের ৩১ মে এটি চালু হয়। চলে প্রায় ১১ বছর। ২০১০ সালের ৫ মে এটি তুলে নেওয়া হয়। এটি থেকে বিস্ময়বোধক সরানো হয়েছিল। আর লোগোর ফন্ট আর একটু সরু হয়ে যায়।
6/9পঞ্চম লোগো। এখানে ছায়াটা লেখার আরও কাছে চলে আসে। আগের লোগোর থেকে রঙে একটু বদল আসে। বিশেষ করে দ্বিতীয় ‘O’-টির রং পালটে অন্য রকমের হলুদ যায়। ৬ মে, ২০১০ থেকে ১৮ সেপ্টেম্বর, ২০১৩ পর্যন্ত ছিল এই লোগো।
7/9১৯ সেপ্টেম্বর, ২০১৩ থেকে ২০১৫ সালের ৩১ অগস্ট পর্যন্ত এই ষষ্ঠ লোগোটি। এটিতে একেবারেই ফ্ল্যাট করে দেওয়া হয় লোগোটিকে। তুলে দেওয়া ছায়া। অনেকটা সরল করে দেওয়া হয় লোগোটিকে।
8/9এটিই গুগলের শেষতম লোগো। ১ সেপ্টেম্বর, ২০১৫ থেকে এই লোগো চলে আসছে। এই ফন্টটির নাম ‘প্রোডাক্ট স্যানস’। যদিও রং বদলানো হয়নি এই লোগোয়।
9/9এর বাইরেও গুগলের লোগো কখনও কখনও ছাই রঙের হয়ে গিয়েছে। প্রথম বার ২০১৯ সালে জর্জ এইচ ডব্লিউ বুশের মৃত্যুর সময়ে ছাই রঙের হয়ে গিয়েছিল লোগো। তার পরেও বিভিন্ন ঘটনার স্মৃতিতে কখনও কখনও এভাবেই ছাই রঙের বা সাদা-কালোয় হয়ে গিয়েছে গুগলের লোগো।