Govt Schools In India: উচ্চমাধ্যমিক পর্যন্ত ফ্রি পড়াশোনা। স্কুলই দেয় বইপত্র। আর দুপুর হলেই মিডডে মিল। বহু পড়ুয়ার খেয়াল থাকে না স্কুলের নাম। ‘খিচুড়ি স্কুল’-এ তাদের শৈশব বেড়ে ওঠে। বর্তমানে ভারতে সরকারি শিক্ষাব্যবস্থায় লক্ষ লক্ষ পড়ুয়া প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়াশোনা করছে। বিভিন্ন রাজ্যে অবশ্য বিভিন্ন নীতি। তবুও দেশে সরকারি স্কুলের সংখ্যা ছাড়িয়েছে লাখের কোটা। ২০২৪ সালে দাঁড়িয়ে কোন রাজ্যে কতগুলি স্কুল রয়েছে? কেমন হাল বাংলার? দেখে নেওয়া যাক বিশদে।
স্কুলের সংখ্যায় এগিয়ে কে?
দেশের মধ্যে জনসংখ্যার নিরিখে সবচেয়ে বড় রাজ্য় উত্তরপ্রদেশ। UDISEPlus ডেটা অনুযায়ী, উত্তরপ্রদেশই এগিয়ে রয়েছে স্কুলের সংখ্যার নিরিখে। মোট ১,৭০,০০০টি স্কুল রয়েছে উত্তর ভারতের এই রাজ্যে। তালিকায় পরবর্তী স্থানেই রয়েছে মধ্যপ্রদেশ। মোট ৯০,০০০টি সরকারি স্কুল রয়েছে ওই রাজ্যে। এরপরেই অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলা। বর্তমানে ৮৪,০০০টি সরকারি স্কুল রয়েছে সারা রাজ্যে। এই স্কুলের তালিকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব ধরনের স্কুলই রয়েছে।
আরও পড়ুন - অল্প বয়সেই টাক পড়ছে? এক গাদা চুল হবে মাথায়, ৫ টিপস জানলেই যথেষ্ট
বাকি তালিকায় কারা?
বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের পরেই রয়েছে দেশের পশ্চিমদিকের রাজ্য রাজস্থান। রাজস্থানে মোট সরকারি স্কুলের সংখ্যা ৮০,০০০টি। অন্যদিকে বাংলার প্রতিবেশি রাজ্য বিহার পঞ্চম স্থানে রয়েছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক —সব ধরনের স্কুল মিলিয়ে বিহারে স্কুলের সংখ্যা ৭৫,০০০। বাংলার আরেক প্রতিবেশি রাজ্য ওড়িশা এই তালিকায় রয়েছে বিহারের পরে। UDISEPlus ডেটা অনুযায়ী বিহারে সবধরনের সরকারি স্কুল মিলিয়ে মোট স্কুলের সংখ্যা ৬০,০০০টি। একই সংখ্যক স্কুল রয়েছে দক্ষিণের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য তথা ওড়িশার প্রতিবেশি রাজ্য অন্ধ্রপ্রদেশে। মহারাষ্ট্র বিহারের পরবর্তী স্থানে রয়েছে সরকারি স্কুলের সংখ্যার নিরিখে। মহারাষ্ট্রে স্কুলের সংখ্যা ৬৫,০০০টি।
আরও পড়ুন - উধাও হবে রুক্ষতা, চুলের হারানো জেল্লা ফিরবে একদিনে, ৫ঘরোয়া টিপসেই
সিবিএসই স্কুলের সংখ্যা
কেন্দ্রীয় বোর্ড অর্থাৎ সিবিএসই-র অনুমোদন প্রাপ্ত স্কুলগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। সেখানে মোট ৩২০৯টি এমন স্কুল রয়েছে। অন্য়দিকে বাংলায় এই সংখ্যা ৩৩৭টি। মোট মিলিয়ে গোটা দেশে ২১,৫২৭টি।