বাংলা নিউজ > টুকিটাকি > Guinness World record: স্বচ্ছ স্ফটিকের পোশাক এবার গিনিস বুকে, ক’টি স্ফটিক দিয়ে তৈরি শুনলে চমকে উঠবেন

Guinness World record: স্বচ্ছ স্ফটিকের পোশাক এবার গিনিস বুকে, ক’টি স্ফটিক দিয়ে তৈরি শুনলে চমকে উঠবেন

৫০,০০০ টিরও বেশি স্ফটিক সেলাই করে জোড়া রয়েছে (GWR)

বিয়ের জন্য বিশেষ কায়দায় তৈরি পোশাক। আর তাতেই ৫০,০০০ টিরও বেশি স্ফটিক সেলাই করে জোড়া রয়েছে। বিয়ের জন্য বিশেষভাবে তৈরি এই গাউনেই ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি স্ফটিক।

বিয়ের জন্য বিশেষ কায়দায় তৈরি পোশাক। আর তাতেই ৫০,০০০ টিরও বেশি স্ফটিক সেলাই করে জোড়া রয়েছে। বিয়ের জন্য বিশেষভাবে তৈরি এই গাউনেই ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি স্ফটিক। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্ফটিক ব্যবহার করার কারণে গিনিস বুকে নাম তুলল সেই পোশাক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের একটি প্রতিবেদন অনুসারে, চার মাস ধরে প্রস্তুতির পর চলতি বছরের ১৪ এপ্রিল মিলানে সি স্পোসাইটালিয়া কোলেজিওনি ফ্যাশন শোয়ে এই পোশাকটি সবার সামনে আনা হয়। এই বিয়ের পোশাক তৈরিতে মোট ৫০,৮৯০টি স্বরাভস্কি স্ফটিক ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: নিয়ানডারথাল মানব অনায়াসে চিবিয়ে খেয়ে নিত অতিকায় প্রাণী, জানা গেল আশ্চর্য তথ্য

আরও পড়ুন: ওজন কমাতে এটি অনেকেই খান, কিন্তু এর ক্ষতিকর দিকও রয়েছে, জানলে সাবধান হবেন আজই

ইতালির একটি ব্রাইডাল (বিয়ের জিনিস তৈরি করে যারা) বিপণী মিশেলা ফেরেরিও এই বিশেষ পোশাকটি তৈরি করেছে। প্রসঙ্গত এইধরনের বিয়ের পোশাক তৈরিতে বেশ নামডাক রয়েছে এই সংস্থার। তবে সংস্থার সম্প্রতি তৈথি বিয়ের পোশাক নজর কেড়েছে গোটা বিশ্বের। নজর কেড়েছে গিনিস বুকেরও। গিনিস বুকে নাম তোলা এই গাউনে একটি স্বচ্ছ উপাদান, একটি সুইটহার্ট নেকলাইন এবং একটি ফর্ম-ফিটিং সিলুয়েট রয়েছে। পোশাকের গোটাটাই যাতে উজ্জ্বল হয় তার জন্য হাতের অংশও স্ফটিক দিয়ে ঢাকা রয়েছে। গিনিসের তথ্য অনুযায়ী, এই পোশাক তৈরিতে বেশ কয়েক মাস কাঠখড় পোড়াতে হয়েছে। ইতালীয়  বিপণীর সহ প্রতিষ্ঠাতা মাইকেলা ফেরেরিও বিয়ের পোশাকটি তৈরি করতে সেরা মানের স্ফটিক ব্যবহার করেছেন‌। শুধু তাই নয়, বিশেষভাবে এই পোশাকের নকশা গড়া হয়েছে। এমনকি একদল দক্ষ কারিগরও ছিলেন যাঁরা এই ধরনের স্ফটিকের পোশাক তৈরিতে দীর্ঘদিন ধরে হাত পাকিয়েছেন। তাদের কেরামতিতেই কয়েক মাসের নিরলস প্রচেষ্টায় সফল হয় এই পোশাক নির্মাণ। 

নির্মাতাদের কথায় স্ফটিক কাপড়ের তুলনায় বেশ ভারী পদার্থ। তাই পোশাকের প্রাথমিক স্তরটি বিশেষ কায়দায় নির্মিত।‌  ৫০ হাজার স্ফটিক ধরে রাখতে পারে এমনভাবেই মজবুত করে তোলা হয়েছে কাপড়ের প্রাথমিক স্তরকে। তারপর ওই স্তরের উপর একে একে মোট ৫০,৮৯০টি স্ফটিক বসানো হয়েছে। রীতিমতো চোখ ধাঁধানো এই পোশাকই বিশ্বের মধ্যে এত বেশি স্ফটিকময়। পোশাকটির বেশ কিছু ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন