অতিরিক্ত শ্যাম্পু চুলের পক্ষে ক্ষতিকারক। গরমের দিনে মাথা ধুয়ে ফেলতে ইচ্ছা অনেকেরই করে। তবে জানেন কি, বেশিবার চুলে শ্যাম্পু দিয়ে স্নান করলে চুলে খুশকির সমস্যা হতে পারে! এই কারণেই সপ্তাহে শুধু ২ বার শ্যাম্পু দিয়ে স্নান করার কথা বলা হচ্ছে।
1/6গরমের দিনে বাড়ির বাইরে বের হলে রোদের দাপটে চুল প্রায় বট গাছের ঝুরির মতো হয়ে যায়, আর বাড়ির ভ্যাপসা গরমে ঘাম লেগে থাকা চুল থেকে বের হতে থাকে দুর্গন্ধ। চুল যাঁদের লম্বা, তাঁদের সমস্যা আরও বেশি। এদিকে, বিয়েবাড়ি হোক বা অনুষ্ঠানবাড়ি, সামান্য হেয়ারস্টাইলে অনেকেই তাক লাগাতে চান আসর। তবে হেয়ারস্টাইল করতে গিয়ে অনেক সময় চুলের বিপদ ডেকে আনা হয় অজান্তে। দেখে নেওয়া যাক, কোন কোন ভুল হেয়ারস্টাইল করার ক্ষেত্রে গরমে হয়ে যায়। (Freepik)
2/6বেশি শ্যাম্পু: অতিরিক্ত শ্যাম্পু চুলের পক্ষে ক্ষতিকারক। গরমের দিনে মাথা ধুয়ে ফেলতে ইচ্ছা অনেকেরই করে। তবে জানেন কি, বেশিবার চুলে শ্যাম্পু দিয়ে স্নান করলে চুলে খুশকির সমস্যা হতে পারে! এই কারণেই সপ্তাহে শুধু ২ বার শ্যাম্পু দিয়ে স্নান করার কথা বলা হচ্ছে। (Freepik)
3/6চুলের স্টাইল ও রোদ: চুল পুরো খুলে খালে, রোদের মধ্যে বেরিয়ে পড়েন প্রায়ই ?বিশেষজ্ঞরা বলছেন, চুলে যদি সঠিক ঢাকা না দিয়ে রোদে রোজ বের হন, তাহলে চুলের বারোটা পাঁচ বাজতেই পারে। বলা হচ্ছে, বহু গবেষণাই দাবি করে, রোদের তাপ বেশিক্ষণ চুল পেলে তাতে অল্পতেই চুল পেকে যায়। (Freepik)
4/6হেয়ার ড্রায়ার- চুলকে উষ্ণতা দিয়ে তাকে স্টাইলিং করতে গিয়ে অনেকেই চুলের ক্ষতি করেন। চুলে 'হিট' দিতে হলে জল নির্ভর স্প্রে বা কোনও প্রোটেকশন কার্যকরি করতে পারেন। চুলে যান্ত্রিকভাবে বেশি উষ্ণতা দিলে হেয়ার ফলিকল-এ প্রভাব পড়ে, তাতে চুলের ঘনত্ব কমতে থাকে। (Freepik)
5/6কন্ডিশনার- চুলে শ্যাম্পু করার পরই ভাবেন, 'আহ! কতকাজ করলাম'! এরপর তাড়াতাড়ি স্নানটি সেরেই গরমে বাড়ির ঠান্ডা কোণটিতে গিয়ে বসে পড়েন তো! তবে বিশেষজ্ঞরা বলছেন, গরমের দিনে চুলে শ্যাম্পু করলে অবশ্যই কন্ডিশনার লাগান। আর তা ভিজে চুলে লাগিয়ে নিন। বেশিক্ষণ না রেখে ধুয়ে ফেলুন। (Freepik)
6/6ডিসক্লেমার: এই প্রতিবেদনের তথ্য সাধারণ মান্যতা ধর্মী। বিশদ জানতে অবশ্যই পরামর্শ নিন বিশেষজ্ঞের। এই প্রতিবেদনের তথ্যই শেষ কথা নয়। (Freepik)