Hair Grow Tips: চুল ঝরে টাক পড়ে গিয়েছে? আগের মতো ... more
Hair Grow Tips: চুল ঝরে টাক পড়ে গিয়েছে? আগের মতো মাথা ভর্তি চুল চান? তাহলে এই পাতাটি ব্যবহার করুন।
1/8চুল পড়ার সমস্যায় কম-বেশি সবাইকেই ভুগতে হয়। অনেক সময়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলেও লাভ হয় না। অনেকেরই মাথায় টাক দেখা দেয়। ঘরোয়া কিছু উপায় বেছে নিলে এই সমস্যার সমাধান হতে পারে। তার মধ্যে একদম সহজ একটির কথা বলা হল এখানে। একটি মাত্র পাতা দিয়েই মাথা ভর্তি চুল ফিরে পাওয়া সম্ভব।
2/8এই পাতাটি হল পেয়ারা পাতা। খুব সহজেই পেয়ারা গাছ খুঁজে পাওয়া যায়। পেয়ারা ফল হিসেবে যেমন উপকারী, এর পাতার কার্যকারিতাও কম নয়। আমাদের চুল পড়ার সমস্যা দূর করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এই পাতা।
3/8বিশেষজ্ঞরা বলছেন, কেউ যদি নিয়মিত চুলের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করেন, তবে দ্রুত উপকার পাবেন। কারণ এই পাতা ব্যবহার করলে তা চুল পড়া কমায় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। উপকারী এই পাতায় প্রচুর ভিটামিন বি আছে। এটি চুলের পুষ্টিতে ব্যাপক মাত্রায় সাহায্য করে।
4/8অনেক বিশেষজ্ঞের মতেই পেয়ারা পাতা চুল পড়ে যাওয়া ঠেকাতে সাহায্য করে। কার এই পাতা ব্যবহার করলে চুলের গোড়ায় গ্রন্থি কোষ মজবুত হয়। কিন্তু কীভাবে ব্যবহার করবেন এই পাতা? তারও আছে নিয়ম।
5/8প্রথমে পেয়ারা পাতা ভালো করে সিদ্ধ করে নিন। পরিষ্কার জলে মিনিট ২০ সিদ্ধ করুন। এরপর আগুন নিভিয়ে এই জলটি ঠান্ডা হতে দিন। তার আগে এটি ব্যবহার করবেন না।
6/8পেয়ারা পাতার এই মিশ্রণ লালচে ধরনের দেখতে হবে। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর পরিষ্কার বোতলে এটি ঢেলে নিন। এটি হেয়ার টনিকের মতো নিয়মিত চুলের গোড়ায় ব্যবহার করবেন। এতে খুব শিগগিরই সুফল দেখতে পাবেন।
7/8এই মিশ্রণ দিনে ব্যবহারের পাশাপাশি রাতে ঘুমানোর আগেও ব্যবহার করতে পারেন। এটি দিয়ে মালিশ করতে পারেন। রাতে ব্যবহার করলে সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ভালো করে মাথা ধুয়ে নিতে হবে। এভাবে কয়েক দিন ব্যবহার করলেই পরিবর্তন বুঝতে পারবেন।
8/8তবে যাঁরা মারাত্মক সমস্যায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে এটি খুব বেশি লাভজনক নাও হতে পারে। তাঁদের উচিত চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়ার। তবে পেয়ারা পাতার এই মিশ্রণ ব্যবহার করলে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। তাই এটি ব্যবহার করা নিরাপদ।