বাংলা নিউজ > টুকিটাকি > টাক পড়ে যাচ্ছে, যৌনশক্তি কমে যাচ্ছে, অনেক কিছুর জন্য দায়ী এই অসুখ, বলছে গবেষণা

টাক পড়ে যাচ্ছে, যৌনশক্তি কমে যাচ্ছে, অনেক কিছুর জন্য দায়ী এই অসুখ, বলছে গবেষণা

টাক পড়া, যৌনশক্তি কমে যাওয়ার কারণ বলছে হালের গবেষণা। 

New Research: বহু পুরুষের মধ্যে বাড়ছে টাক পড়ার প্রবণতা। বাড়ছে অন্য নানা সমস্যাও। সাম্প্রতিক গবেষণা বলছে এর জন্য দায়ী একটি অসুখ। 

বহু পুরুষের মধ্যে বাড়ছে টাক পড়ার প্রবণতা। এর পাশাপাশি কমছে যৌনশক্তিও। এর পিছনে রয়েছে একটি বিশেষ অসুখ। তেমনই বলছে হালের গবেষণা। সম্প্রতি ইংল্যান্ডের University of Birmingham-এর গবেষকরা এমনই জানিয়েছেন। কিন্তু কী এই অসুখ?

হালে এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিডের সুদূরপ্রসারী প্রভাব বা Long Covid নিয়ে গবেষণা করেছেন। তাঁরা মূলত তিনটি ভাগে কোভিডের প্রভাব নিয়ে গবেষণা করেছেন। (আরও পড়ুন: কীভাবে এসেছিল কোভিড? গবেষণাগার নাকি কোনও প্রাণীর থেকে? অবশেষে পাওয়া গেল উত্তর)

  • ফুসফুস এবং শ্বাসযন্ত্রে এর প্রভাব
  • মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব
  • মৃদু কিন্তু বহু ধরনের সুদূরপ্রসারী প্রভাব

কী কী খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা? একটি তালিকাও তৈরি করেছেন তাঁরা। সবেচেয় বেশি যে সমস্যাগুলি দেখা গিয়েছে, সেগুলি হল:

  • anosmia (গন্ধের বোধ কমে যাওয়া)
  • শ্বাকষ্ট
  • বুকে ব্যথা
  • জ্বর

এর পাশাপাশি অল্পবিস্র যে সমস্যাগুলি অনেকের ক্ষেত্রেই হচ্ছে:

  • amnesia (স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া)
  • apraxia (পরিচিত কাজ করতেও সমস্যা হওয়া)
  • পেটের সমস্যা
  • চুল পড়ে যাওয়া
  • erectile dysfunction (পুরুষের লিঙ্গ শিথিলতা)
  • অবাস্তব কল্পনা
  • গাঁট ফুঁলে যাওয়া

কোভিডে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে বহু মানুষকে নিয়ে এই গবেষণাটি চালানো হয়েছে। আক্রান্ত হওয়ার ১২ সপ্তাহ পরে তাঁদের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা। (আরও পড়ুন: ৪ কোটি মানুষ এখনও টিকার একটি ডোজও নেননি, জানান হল কেন্দ্রের তরফে)

হালে বহু পুরুষের মধ্যে টাক পড়া বা যৌন সমস্যা বাড়ছে। তার অ্যতম কারণ এই Long Covid— এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে। তবে এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য জানানো হয়েছে এখানে।

কারও কারও ক্ষেত্রে Long Covid-এর সমস্যা বেশি মাত্রায় হচ্ছে বলেও জানানো হয়েছে। দেখে নেওয়া যাক, কাদের রাখা হয়েছে তালিকায়।

  • কম বয়সিরা
  • তুলনায় কৃষ্ণাঙ্গদের সমস্যা এক্ষেত্রে শ্বেতাঙ্গদের থেকে বেশি হচ্ছে
  • অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ
  • ধূমপায়ী
  • স্বাভাবিকের তুলনায় ওজন বেশি যাঁদের

তবে এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এই রিপোর্টে। সেখানে উল্লেখ করা হয়েছে, পুরুষদের তুলনায় মহিলাদের বেশি ক্ষতি করছে এই Long Covid। তাই কোভিড সংক্রমণ হওযার পরে মহিলাদের বেশি মাত্রায় সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়েছে এই রিপোর্ট।

বন্ধ করুন