গরমে চুলের একটু বেশিই যত্ন নিতে হবে। তবে সেটা পার্...
more
গরমে চুলের একটু বেশিই যত্ন নিতে হবে। তবে সেটা পার্লারে না গিয়ে ঘরোয়া উপায়েও সম্ভব।
1/5গরমে ত্বক থেকে চুল, সব কিছুর হালই খারাপ হয়ে যায়। আর্দ্রতা ফলে মাথায় জমা ঘাম চুলের উপর খারাপ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে চুলে বারবার শ্যাম্পু করে থাকেন প্রায় সকলেই। ঘাম, গরম, বারবার কেমিক্যাল শ্যাম্পু করার ফলে চুলের জেল্লা যায় হারিয়ে। প্রাণহীন-শুষ্ক হয়ে পড়ে চুল। তবে প্রতিমাসে স্যালোঁতে গিয়ে হেয়ার স্পা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। আর তারা চাইলে বাড়িতেই তৈরি করে নিতে পারেন হেয়ারমাস্ক।
2/5কলা বেশি পেকে গেলে তা ফেলে দেওয়ার পরিবর্তে এটি থেকে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। আপনি চাইলে সাধারণ কলাও ব্যবহার পারেন। একটি কলা স্ম্যাশ করুন এবং এতে অলিভ অয়েল বা নারকেল তেল যোগ করুন। এর সাথে কিছু দুধও যোগ করুন। ভালো করে ব্লেন্ড করে চুলে লাগান। এটি প্রায় আধা ঘন্টা রেখে দিন তারপর ধুয়ে ফেলুন।
3/5দই চুলের জন্য খুব ভালো কন্ডিশনার হিসেবে বিবেচিত হয়। দই নিন এবং ফেটিয়ে নিন। আপনি এটিতে সামান্য দুধ যোগ করতে পারেন। এছাড়াও, আপনার কাছে থাকা সামান্য সরষে, জলপাই বা নারকেল তেল যোগ করুন। হেয়ার প্যাকের মতো চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
4/5শ্যাম্পু করার আগে চুলের প্রি-কন্ডিশনিংও জরুরি। এর জন্য চুলে তেল লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এর পর শ্যাম্পু করুন। সর্বদা শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগান, তাই কখনও কখনও প্রথমে কন্ডিশনার এবং তারপর শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন।
5/5সঙ্গে মাথায় রাখতে হবে আপনার ত্বক যেমন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়, তেমন হাল হয় চুলেরও। তাই অন্তত গরমকালে যখন তাপ বেশি থাকে তখন সানস্ক্রিন ব্যবহার করুন। অবাক হওয়ার কিছু নেই, চুলে লাগানোর সানস্ক্রিন পেয়ে যাবেন দোকানে বা অনলাইনে। কিছু লিভ ইন কন্ডিশনারও ইউভি প্রোটেকশন দেয়। সঙ্গে বাইরে বের হওয়ার সময় চুল স্কার্ফ দিয়ে মুড়েও নিতে পারেন।