এই পৃথিবীর সব শক্তি আপনাকে হারাতে চেষ্টা করবে কিন্তু একমাত্র বাবাই হল এমন মানুষ, যিনি আপনার পাশে সব সময় থাকবেন। বাবা এমন একটি শক্তি, যিনি আপনার পেছনে শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকেন, যাতে আপনার কোনও ক্ষতি না হয়। যিনি সারা জীবন আপনাকে আগলে বড় করেছেন সেই বাবাকে আগামী ১৬ জুন পিতৃ দিবস উপলক্ষে জানান ফাদার্স ডে - এর শুভেচ্ছা।
বাবাকে পাঠান মন ভালো করা কিছু শুভেচ্ছা।
১) ঝড়, জল উপেক্ষা করে শুধুমাত্র আমার জন্যই তুমি কষ্ট করেছো, তোমাকে জানাই বুক ভরা ভালবাসা। হ্যাপি ফাদার্স ডে।
(আরো পড়ুন: যাকে ছাড়া জীবন অচল, সেই বায়ু দিবস কবে জানেন? কেন পালন করা হয় দিনটি)
২) তোমার সমর্থন, ভালবাসা না পেলে আমি হয়তো বড় হতে পারতাম না। শুভ পিতৃ দিবস বাবা।
৩) কখনও বলতে পারিনি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আজ বলছি তোমাকে আমি ভীষণ ভালোবাসি বাবা। হ্যাপি ফাদার্স ডে।
৪) তুমি ছিলে বলেই এই পৃথিবীর সঙ্গে লড়াই করতে পেরেছি আমি, তোমার সাপোর্ট আমাকে সফল করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ পিতৃ দিবস বাবা।
৫) ঈশ্বরের অন্য রূপ হলে তুমি, তোমাকে ছাড়া জীবন অন্ধকার। শুভ পিতৃ দিবস বাবা।
৬) যার কাছে বাবা আছে, সে পৃথিবীর সব থেকে বড় ধনী। শুভ পিতৃ দিবস বাবা।
৭) সারা জীবন সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি ঈশ্বরের থেকে। শুভ পিতৃ দিবস বাবা।
৮) বাবা না থাকলে জীবন হয়ে যায় অসহায়, সারা জীবন আমার পাশে থেকো বাবা। হ্যাপি ফাদার্স ডে বাবা
৯) কখনও তোমায় বলা হয়নি, তোমার রাগের মধ্যেও যে ভালোবাসা লুকিয়ে আছে তা আমি বুঝি। হ্যাপি ফাদার্স ডে, বাবা।
(আরো পড়ুন: আপনি কি একজন রক্তদাতা? বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে জানুন রক্ত দানের সঠিক নিয়ম)
১০) আমার জীবনের সমস্ত সফলতার পেছনে শুধুমাত্র তোমার অবদান রয়েছে, থ্যাংক ইউ বাবা। আই লাভ ইউ বাবা।
১১) বাবার সান্নিধ্যে জীবন হয়ে ওঠে আরো সুন্দর, আরো বেশি মসৃণ। এই ভাবেই সঙ্গে থেকো সবসময়। হ্যাপি ফাদার্স ডে বাবা।
১২) আমার জীবনের সমস্ত সুখ যেন তোমার হয়, তোমায় যেন গর্বিত করতে পারি বাবা। হ্যাপি ফাদার্স ডে।