পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Makar Sankranti 2022: শুক্রবার পৌষ পার্বণ, এই মকর সংক্রান্তির দিনে প্রিয়জনদের পাঠান শুভেচ্ছাবার্তা
সূর্যের দক্ষিণায়ন শেষ। এবার উত্তরায়ন শুরু। অর্থাৎ শীতের শেষের সূচনা। এবার বেলা বাড়বে। বাড়বে উষ্ণতাও। আর এই দিনটিই সারা দেশ জুড়ে পালন করা হয় মকর সংক্রান্তি হিসাবে। যদিও দেশের এক এক প্রান্তে এই দিনটিতে এক এক ধরনের অনুষ্ঠান পালন করা হয়। তবু বিষয়টি একই— এটি শস্য গোলায় তোলার উৎসবের দিন।
বাঙালিরা যেমন এই দিনকে পৌষ পার্বণ হিসাবে পালন করেন, তেমন অসমে এটি বিহুর দিন। পঞ্জাবে আবার এই দিনেই পালন করা হয় লোরি, তামিলনাড়ুতে পোঙ্গল।
এমন একটি দিনে প্রিয়জনকে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন? দেখে নেওয়া যাক।
- শুভ মকর সংক্রান্তি। দিনটি তোমার জন্য খুব শুভ হোক। আগামী সময় জীবন হোক আনন্দময়।
- তোমার এবং তোমার প্রিয় জনদের এই দিনটি খুব ভালো কাটুক। ঈশ্বর তোমাদের খুব ভালো রাখুন। শুভ মকর সংক্রান্তি।
- তোমার জীবন সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠুক। আগামী দিনগুলি হোক খুব সুন্দর। শুভ মকর সংক্রান্তি।
- আজ তো মিষ্টিমুখের দিন। পিঠেপুলি-পাটিসাপটায় ভরা থাক পাত। আর সেই মিষ্টি অনুভূতি মিশে যাক জীবনের রঙে। শুভ পৌষ পার্বণ।
- জীবন কখনও এক ভাবে কাটে না। বিশ্বব্যাপী অতিমারির সঙ্কট ক্ষতি করেছে সকলের। আগামী দিনগুলি যেন সেই সঙ্কট-মুক্ত হয়। তোমাদের জীবনও যেন সুন্দর হয়। শুভ পৌষ পার্বণ, ২০২২।
- আছি অনেক দূরে। কিন্তু তবুও তোমার পাশেই আছি। শুভ মকর সংক্রান্তি ২০২২। আগামী দিনগুলি খুব শুভ হোক।
- আজা আকাশ মেঘলা থাকলেও, মনের আকাশ উজ্জ্বল। আকাশে ঘুড়িও উড়ছে। সে আনন্দে ভেসে যাও তুমিও। ভালো হোক দিনটা। ভালো হোক আগামী দিনগুলি। শুভ পৌষ পার্বণ।
- শুরু হোক নতুন জীবনের পথে হাঁটা। হোক পরিপূর্ণ এক জীবন। ফসলের দিনে ভরা থাক তোমার জীবনও। শুভ পৌষ পার্বণ।
- ঈশ্বর তোমায় অনেক আনন্দ দিন। দিনটা অনেক শুভ হোক। ভরে উঠুক তোমার জীবন। শুভ পৌষ পার্বণ, ২০২২।