Happy New Year Wishes: বিশেষ নিউ ইয়ার স্টিকার এর মাধ্যমে ২০২৩ সালের শুভেচ্ছা জানাতে গেলে বিশেষ এক পদ্ধতিতে ডাউনলোড করতে হবে সেই স্টিকার। জেনে নিন অ্যান্ড্রয়েডে তা কীভাবে করবেন।
1/6২০২৩ নিউ ইয়ার-এর শুভেচ্ছা জানানোর পালা আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে হবে বর্ষবরণের শুভেচ্ছা জানানোর পালা। অনেকেই এই শুভ মুহূর্তে স্টিকারের মাধ্যমে বর্ষবরণ করতে চান। দেখে নেওয়া যাক কোন সহজ পদ্ধিতে হোয়াটসঅ্যাপে স্টিকারের মাধ্যমে বর্ষবরণের শুভেচ্ছা পাঠানো যায়। (ছবি সৌজন্যে এএফপি)
2/6বিশেষ নিউ ইয়ার স্টিকার এর মাধ্যমে ২০২৩ সালের শুভেচ্ছা জানাতে গেলে বিশেষ এক পদ্ধতিতে ডাউনলোড করতে হবে সেই স্টিকার। জেনে নিন অ্যান্ড্রয়েডে তা কীভাবে করবেন।
3/6২০২৩ শুভেচ্ছা জানাতে স্টিকার ডাউনলোড করতে গেলে প্রথমেই ফোনের গুগল স্টোরে যেতে হবে। সার্চ বার-এ গিয়ে ‘Happy New Year Sticker Packs’ লিখতে হবে। সেখান থেকে যেকোনও স্টিকার প্যাক ডাউনলোড করে নিতে হবে।
4/6এরপর একবার তা ডাউনসোড করা হয়ে গেলে সেটিকে হোয়াটস্যাপের সঙ্গে সংযুক্ত করে নিতে হবে। এর জন্য '+' অপশনে ট্যাপ করে নিন। এরপর হোয়াটসঅ্যাপ থএকেই সিলেক্ট করে নিতে পারবেন স্টিকার। নিজের পছন্দের মানুষের কনট্যাক্ট উইন্ডোতে গিয়ে এই স্টিকার সিলেক্ট করে পাঠিয়ে দিন। এরজন্য উইন্ডোতে গিয়ে 'ইমোজি' অপশনে ক্লিক করলেই বেরিয়ে আসবে স্টিকার।
5/6ইনস্টাগ্রামে এই স্টিকারের মারফৎ কাউকে হ্যাপি নিউ ইয়ার -অর শুভেচ্ছা জানানোর থাকলে, আগেই ডিরেক্ট মেসেজ অপশনে যান। এরপর কনট্যাক্টের উইন্ডো ওপেন করুন। সেখানে টেক্সট টাইপিং বার-এর পাশে স্টিকারের অপশন আসবে। পছন্দের স্টিকার বেছে নিয়ে পাঠিয়ে দিন।
6/6এইভাবে হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামে সহজে স্টিকারের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানান। তাতে খুশি হবেন আপনার ঘনিষ্ঠরাও। ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারির মধ্যে এই শুভেচ্ছা বার্তা পাঠানোর তাড়াহুড়োয় একাধিক এমন স্টিকার প্যাক দারুন কার্যকরি।