বাংলা নিউজ > টুকিটাকি > Ganesh Chaturthi Wishes: গণেশ চতুর্থীতে বন্ধু ও আত্মীয়দের শুভেচ্ছাবার্তা পাঠাতে চান? জেনে নিন এখান থেকে

Ganesh Chaturthi Wishes: গণেশ চতুর্থীতে বন্ধু ও আত্মীয়দের শুভেচ্ছাবার্তা পাঠাতে চান? জেনে নিন এখান থেকে

গণেশ চতুর্থীতে কেমন বার্তা পাঠাবেন প্রিয়জনকে?

Ganesh Chaturthi 2022 India: প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লা চতুর্থীতে গণেশ চতুর্থী উদযাপিত হয়। বিশ্বাস করা হয় যে, বাধা বিঘ্নহর্তাকারী এবং ঋদ্ধি-সিদ্ধির দাতা ভগবান গণেশ চতুর্থীতে জন্মগ্রহণ করেছিলেন। গণেশ চতুর্থীতে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠাতে চান কি? তাহলে দেখে নিন এখান থেকে ৷

গণেশ চতুর্থীর পবিত্র উৎসব ৩১ অগস্ট বুধবার উদযাপিত হবে। গণেশ চতুর্থীতে বিঘ্নহর্তাকে যথাযথভাবে পূজা করার বিধান রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান গণেশের পূজা করলে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য আসে। আপনিও গণেশ চতুর্থী উপলক্ষে আপনার প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা পাঠান।

শুভেচ্ছা বার্তাগুলি:

  • গণেশ চতুর্থীর এই আলোকময় অবসরে সকলের জীবন পূর্ণ হয়ে উঠুক ৷ রইল গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা।
  • গণেশ চতুর্থীর এই বর্ণময় ছটায়, জীবন হয়ে উঠুক আরোও উজ্জ্বল, এই কামনা রইল
  • চতুর্থীর এই আলোকিত সন্ধ্যায় সকলের জন্য রইল শুভেচ্ছা আর ভালোবাসা।
  • দুঃখ সুখের অবসরে খেয়ার তরী ভাসে , আনন্দের এই অবসরে, আলোর তরী ভাসে। গণেশ চতুর্থীর শুভেচ্ছা রইল আপনার পরিবারের প্রতি।
  • পার্বতী নন্দন বিঘ্ন হর্তা। তুমি হলে জগৎ স্রষ্টা। শুভ গনেশ চতুর্থীর শুভেচ্ছা সকলকে।
  • শঙ্খের নাদে ভাসে দুঃখের বাঁধ,চতুর্থীর এই অবসরে ভাঙুক আনন্দের বাঁধ ‌।
  • গণেশ চতুর্থীর শুভ অবসরে আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা রইল
  • সুখকর্তা দুখহর্তা বিঘ্নহর্তা তুমি। পার্বতী নন্দন মোরে কৃপা করো তুমি ৷ গণেশ চতুর্থীর শুভ অবসরে সকলের জন্য থাকলো অফুরন্ত ভালোবাসা‌।

বন্ধ করুন