কাছে নেই অগস্ত্য। কিন্তু সে যে বাবা হার্দিকের কাছে কতটা বিশেষ, তা বোঝাতে কখনই ভোলেন না হার্দিক। একমাত্র ছেলে অগস্ত্যকে কতটা ভালোবাসেন হার্দিক পান্ডিয়া। তারই প্রমাণ দিলেন এবার। অল রাউন্ডার ক্রিকেটারের এমন মিষ্টি কাজ, মনোযোগ আকর্ষণ করেছে ফ্যানেদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর পোস্ট করা ছবিটি।
আরও পড়ুন: (বীজ একটিই, গুণে গুণে উপকার পাঁচটি! সাদা তিলের এই সব গুণ জানলে চমকে যাবেন)
কী দেখা গিয়েছে হার্দিকের পোস্টে
সাহসী এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত, হার্দিক সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন, তা দ্রুত তাঁর ভক্তদের মন জয় করেছে। আসলে, হার্দিক পান্ডিয়ার সাম্প্রতিক পোস্টে দেখা গিয়েছে যে গলায় একটি আকর্ষণীয় হার পরে রয়েছেন তারকা ক্রিকেটার। সেই হারে ঝুলছে একটি কিউট পান্ডা লকেট, যা তাঁর ডাকনামও। তবে, এই চেনের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হল, এতে আটকানো একটি অক্ষর। আর সেই অক্ষরটিই হল ‘এ’ (A)। বলা বাহুল্য, 'এ' হল হার্দিক এবং তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশার একমাত্র সন্তান অগস্ত্য।
এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেছেন। যদিও, তাঁরা আলাদা হলেও, একমাত্র সন্তান অগস্ত্যকে বাবার থেকে আলাদা করেননি নাতাশা। একরত্তি বাবা-মা উভয়ের কাছ থেকেই ভালোবাসা এবং যত্ন পায়, তাঁরা দুজন মিলেই ওকে মানুষ করছেন। ২০২০ সালের মে মাসে বিয়ে করেছিলেন হার্দিক ও নাতাশা। একই বছরের জুলাই মাসে জন্ম হয় একরত্তি পুত্রের।
হার্দিকের ভাইরাল পোস্টটি দেখুন এখানে
আরও পড়ুন: (What is E. coli infection? চিজবার্গার খেয়ে প্রাণ গেল ৬ বছরের মেয়ের! এই ই.কোলাই ইনফেকশন কখন হয়)
নেটিজেনরা কী বলেছেন
হার্দিকের পোস্টে খুশি ফ্যানেরা। একজন লিখেছেন, আমার ভালো থাকার রসদ তো তুমিই। অন্যজনের দাবি, ভাই পরের ম্যাচে যাতে আরও অনেক ছক্কা দেখতে পাই। আরও একজনের মতে, হার্ড হিটিং পান্ডিয়া।
প্রসঙ্গত, হার্দিক পান্ডিয়া বর্তমানে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (SMAT) দুর্দান্ত ফর্মে রয়েছেন। বিস্ফোরক ব্যাটিং, দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি। সম্প্রতি, হার্দিক ত্রিপুরার বিরুদ্ধে সিঙ্গল ওভারে ২৮ রান করে মনোযোগ আকর্ষণ করেছিলেন।