গ্রীষ্মে রাস্তায় বেরোতে গেলে, কে আর সঙ্গে করে কাচের বোতল বা ধাতুর বোতলে জল নিয়ে যান! প্লাস্টিকের বোতল থেকেই জল খান বেশির ভাগ মানুষ। কিন্তু এর ফলে কী কী ক্ষতি হতে পারে?
1/6প্রচণ্ড গরমে জল তেষ্টা বাড়বেই। বিশেষ করে বাড়ির বাইরে বেরোলে গরমে গলা শুকিয়ে যেতে বাধ্য। এই অবস্থায় অনেকেই বাড়ি থেকে প্লাস্টিকের বোতলে জল নিয়ে বেরোন। কিংবা রাস্তা থেকে প্লাস্টিকের বোতল কিনে নেন। কিন্তু এটি কতটা স্বাস্থ্যকর?
2/6প্লাস্টিের বোতলে জল থাকলে তার থেকে নানা উপাদান জলে মেশে। কিন্তু সেই সব ক্ষতিকারক উপাদানগুলির মেশার মাত্রা ভয়ঙ্কর বেড়ে যায়, যদি বোতলের উত্তাপ বাড়ে। আর গরমে এটিই হয়।
3/6প্লাস্টিকে Biphenyl-A নামের একটি উপাদান থাকে। সেটি গরমে জলের সঙ্গে দ্রুত গতিতে মেশে। এটি শরীরে গেলে ডায়াবিটিস, মেদ, বন্ধ্যত্ব, মানসিক জটিলতার মতো নানা সমস্যা দেখা দেয়।
4/6এই প্রত্যক্ষ প্রভাবের পাশাপাশি পরোক্ষ প্রভাবও রয়েছে। প্লাস্টিকের বোতলে জল ভরে রাখলে, জলে যে সব রাসায়নিক মেশে সেগুলি রোগ প্রতিরোধ শক্তি কমিয়ে দিতে থাকে। ফলে বিভিন্ন অসুখের আশঙ্কা বাড়ে।
5/6প্লাস্টিের বোতলে থ্যালেট নামে আরও একটি উপাদান থাকে। এটিও বোতলে রাখা জলের সঙ্গে মেশে। এটি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাছাড়া এর ফলে পুরুষের নানা যৌন সমস্যাও দেখা দিতে থাকে।