কমলা পোশাকে পতাকা হাতে ক্যামেরার সামনে ধরা দিলেন বিশ্ব সুন্দরী। হার্নাজ সান্ধু এমনই সাজে সেজে উঠেছিলেন স্বাধীনতা দিবসের দিন। আর সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও।
তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন এই স্বাধীনতা দিবস যেন আমাদের সকলের মধ্যে দেশাত্মবোধ আরও জাগ্রত করে, দেশ গড়ে তুলতে যেন আমরা সকলেই যোগদান করি। একই সঙ্গে দেশের মঙ্গল কামনা করেছেন তিনি। জানিয়েছেন আগামী দিনে যেন তাঁর দেশ, ভারত অনেক সফলতা পায় এবং এগিয়ে চলে।
এভাবেই তিনি ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করেন। সকলকে জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
এছাড়াও তিনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে স্মরণ করেন ভগৎ সিংকে। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ভগৎ সিং একবার বলেছিলেন তাঁর একটাই ধর্ম আর সেটা হল এই দেশের জন্য কাজ করা। আর প্রকৃত স্বাধীনতা তখনই ধরা দেবে যখন আমরা নির্ভয়ে মাথা তুলে দাঁড়াব। বীর স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত লড়াই এবং পরিশ্রমের ফল হল ১৯৪৭ সালে প্রাপ্ত ভারতের স্বাধীনতা। সেই কথাই তিনি আরও একবার তাঁর ভক্তদের স্মরণ করিয়ে দেন।