বাংলা নিউজ > টুকিটাকি > Bangla Jokes Collection: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

Bangla Jokes Collection: ছুটির দিনে দিলখোলা হাসি হাসুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

পড়ে নিন দিনের সেরা ৫ জোকস।

Viral Bangla Jokes: রবিবারে হাসুন প্রাণভরে। সকাল সকাল পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। 

রবিবার। একটা আস্ত ছুটির দিন। এই দিনে সকাল সকাল পড়ে নিন সেরা ৫ জোকস। দিনটি কাটান হাসিমুখে। 

১। জেলখানায় দুই কয়েদির দেখা।

প্রথম কয়েদি: তুমি কী অপরাধ করেছো ভাই?

দ্বিতীয় কয়েদি: আমি একটা ছোট্ট দড়ি চুরি করেছি।

প্রথম কয়েদি: তাই কখনও হতে পারে? দড়ি চুরির জন্য কারও সাজা হয়?

দ্বিতীয় কয়েদি: দড়ির প্রান্তে একটা গরু বাঁধা ছিল।

(আরও পড়ুন: হাসতে হাসতে ক্লান্তি কাটান! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, পাঠিয়ে দিন বন্ধুদেরও)

২। এক দোকানে চোর পাঁচ বার চুরি করতে গিয়েছিল। প্রথম চার বার পালাতে পারলেও, পঞ্চম বার ধরা পড়ে গেল। 

বিচারক: আপনি একটাই দোকানে পাঁচ বার চুরি করতে কেন গেলেন?

অভিযুক্ত: আসলে শাড়ির প্রিন্টটা আমার স্ত্রীর পছন্দ হচ্ছিল না, তাই।

(আরও পড়ুন: দমফাটা হাসি হাসতে চান? অফিস থেকে বাড়ি ফেরার পথে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। জেলার: এবার জেল থেকে বার হওয়ার পরে কী করবে?

কয়েদি: গয়নার দোকান খুলব।

জেলার: গয়নার দোকান খোলার জন্য পয়সা কোথা থেকে পাবে?

কয়েদি: গয়নার দোকান খোলার জন্য তো শুধু হাতুড়ির দরকার।

(আরও পড়ুন: ভরদুপুরে হাসির ফোয়ারা ছোটান, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর খুব হাসুন)

৪। প্রথম বন্ধু: তোর দাঁত ভেঙে গেল কী করে?

দ্বিতীয় বন্ধু: হাসাহাসি করেছিলাম সেই জন্য।

প্রথম বন্ধু: হাসাহাসি করলে আবার দাঁত ভেঙে যায় নাকি? আমি তো সব সময়ে হাসতেই থাকি।

দ্বিতীয় বন্ধু: আমি এক পালোয়ানকে দেখে হাসাহাসি করছিলাম, তার পরেই এই অবস্থা।

(আরও পড়ুন: ছুটির দিনে দ্বিগুণ হাসি! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, আর দিলখুশ করে ফেলুন)

৫। বিকেলে দুই বন্ধু বসে গল্প করছে।

প্রথম বন্ধু: জানিস তো, আমার বাবা না ভীষণ ভুলোমনা আর বেখেয়ালি। আমি প্রতি দিন বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করি, বাবা খেয়ালই করে না।

দ্বিতীয় বন্ধু: তবুও তো ভালো! আমার বাবা আরও ভুলোমনা। এতই ভুলোমনা যে, মানিব্যাগে টাকা রাখতেই ভুলে যায়!

(আরও পড়ুন: এবার হাসতেই হবে! প্রচণ্ড গরমের মধ্যে মন শীতল হবে এই ৫ জোকস পড়লে)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন