সকলেই যে নাচ শিখে নাচতে যান, এমনটিও নয়। কেউ কেউ মনের আনন্দেই নাচেন। কেউ কেউ গান চললে, আর থেমে থাকতে পারেন না, তার সঙ্গে তাল মেলাতে থাকেন। আপনিও কি সেই দলে? কিন্তু সেই নাচ কেউ দেখে ফেললেই লজ্জা পান? তাহলে এই ভিডিয়োটি আপনার জন্যই।
সোশ্যাল মিডিয়ার দৌলতে নানা সময়ে নানা ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ঠিক যেমন এক্ষেত্রে হয়েছে। বহু পুরনো এক ভিডিয়ো ফিরে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি বিল গেটস। আ এক্ষেত্রে বিল গেটসও ঠিক যেভাবে নাচছেন, সেটি দেখলে আপনিও নাচের উৎসাহ পাবেন।
এবার বলা যাক, ভিডিয়োটি কীসের? ভিডিয়োটি ১৯৯৫ সালের। সেই সময়ে মাইক্রোসফ্ট উইনডোজ এসেছিল। তারই প্রকাশ হওয়ার অনুষ্ঠানে মাইক্রোসফ্টের সকলে হাজির হয়েছিলেন মঞ্চে। আর সেখানেই সঙ্গীতের তালে নাচতে শুরু করেন সকলে। দলে ছিলেন বিল গেটস। তখনও গেটস পৃথিবীর সবচেয়ে ধনীদের তালিকায় আসেননি বটে, কিন্তু তাঁর প্রতিভা যে অন্য অনেকের থেকে বেশি, তা বুঝতে শুরু করেছে তামাম দুনিয়া। আর সেই সময়েই মঞ্চে বাকিদের সঙ্গে এসেছিলেন গেটস।
বাকিরা নাচতে শুরু করলে, তিনিও থেমে থাকতে পারেননি। পা মেলাতে শুরু করেন সঙ্গীতের সঙ্গে। আর দর্শক আসনে উপস্থিত সকলেই বিরাট আনন্দ পান।
সময়ের সঙ্গে সঙ্গে এই ভিডিয়োটিও হারিয়ে গিয়েছিল, কালের অতলে চলে গিয়েছিল। কিন্তু সোশ্যাল মিডিয়া এমনই এক জিনিস, যা কখন যে কোন জিনিসটিকে ফিরিয়ে আনবে, কেউ বলতে পারে না। আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ফিরে এসেছে সেই ভিডিয়ো। আর ফিরে এসেই হয়ে গিয়েছে ভাইরাল।