অনেকটা বাড়াবাড়ি না হলে গলা ও মাথার ক্যানসার সহজে ধরা পড়ে না। তবে কয়েকটি লক্ষণ দেখে এই ক্যানসার আগেই টের পাওয়া সম্ভব। জেনে নিন কোন ক্যানসারে কেমন লক্ষণ দেখা দেয়।
1/6অনেকটা বাড়াবাড়ি না হলে গলা ও মাথার ক্যানসার সহজে ধরা পড়ে না। তবে কয়েকটি লক্ষণ দেখে এই ক্যানসার আগেই টের পাওয়া সম্ভব। জেনে নিন কোন ক্যানসারে কেমন লক্ষণ দেখা দেয়। (Freepik)
2/6মুখের ক্যানসার: গলা ও মাথার মধ্যেই পড়ছে মুখ। মুখে ক্যানসার হলে কোনও কারণ ছাড়াই মুখ ফুলতে থাকে। চোয়াল বড় হয়। ঠোঁট প্রায়ই অসাড় হয়ে যায়। বাড়াবাড়ি হলে কথাও জড়িয়ে যেতে পারে। (Freepik)
3/6গলার ক্যানসার: গলার ব্যথা দুই সপ্তাহেও কমছে না। খাবার গিলতে রীতিমতো অসুবিধা হচ্ছে। এমনকি বারে বারে কাশি হচ্ছে ও কানে ব্যথা করছে। এইগুলি গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণ। (Freepik)
4/6নাসোফ্যারিংক্স ক্যানসার: বারবার নাক বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ নাক থেকে রক্ত পড়তে থাকার মতো লক্ষণগুলি নাকের ভিতরের ক্যানসারের বড় লক্ষণ। (Freepik)
5/6ল্যারিংক্স ক্যানসার: খাবার গিলতে সমস্যা থেকে কানের ব্যথা। ল্যারিংক্স ক্যানসারে গলার আওয়াজও পাল্টে যেতে পারে। এছাড়াও অনবরত কাশি হতে থাকে এই মারণরোগে। (Freepik)
6/6স্যালাইভারি গ্ল্যান্ড ক্যানসার: স্যালাইভারি গ্ল্যান্ড অর্থাৎ লালাগ্রন্থির ক্যানসারও সাধারণ কিছু উপসর্গের মাধ্যমে ধীরে ধীরে মারণরোগের আকার নেয়। এই ক্যানসারে কানের ব্যথা থেকে চোয়াল বড় হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। (Freepik)