Health News: মাত্র দশ টাকার ওষুধই সারিয়ে দেবে শরীরের জটিল রোগ। অন্তঃসত্ত্বা থাকাকালীন মহিলাদের শরীরে নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। এর জেরে ভ্রুণেরও ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তেমনই দুটি রোগ হল প্রিএকল্যাম্পসিয়া ও এফজিআর বা ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন। এই দুটো রোগের এবার সহজ সুরাহা খুঁজে পেলেন চিকিৎসক। অ্যাসপিরিন ৭৫ এমজি (মিলিগ্রাম)-র একটি স্ট্রিপই এই ধরনের বিপদ থেকে মুক্ত করতে পারে একজন হবু মা-কে। সম্প্রতি সমীক্ষা চালিয়ে সে কথাই জানা গিয়েছে।
কী জানিয়েছে স্বাস্থ্য দফতর
স্বাস্থ্য দফতরের ডাইরেক্টর অব মেডিক্যাল এডুকেশনের অধীনে সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। ওই বিশেষজ্ঞ কমিটি সারা বাংলা জুড়ে একটি সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষায় জানা গিয়েছে, কম ডোজের অ্যাসপিরিন এই দুটি জটিল সমস্যা থেকে একজন হবু মা-কে সহজেই রেহাই দিতে পারে। রিপোর্টের ভিত্তিতে স্বাস্থ্য দফতরও এই বিশেষ ওষুধটি সুপারিশ করেছে। ইতিমধ্যেই চিঠি গিয়েছে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও কলকাতা জেলার ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসারের কাছে।
আরও পড়ুন - দুধ সুজির মিশেলে বানিয়ে ফেলুন এই ক্রিমি লাড্ডু! অতিথিদের পরিবেশন করুন নিশ্চিন্তে
ওষুধ খাওয়ার ক্ষেত্রে নিয়ম
চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই ওষুধ খাওয়া যাবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, একমাত্র স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসারই ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারবেন। অন্তঃসত্ত্বাদের শারীরিক পরীক্ষা করে তবেই এই ওষুধ দেওয়া হবে।
প্রিএকল্যাম্পসিয়া আদতে কী
মূলত দুটি অসুবিধার জন্য এই বিশেষ ওষুধটি দেওয়া হয়েছে। এক, প্রিএকল্যাম্পসিয়া, অন্যটি ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন বা এফজিআর। প্রিএকল্যাম্পসিয়া এমন এক শারীরিক অবস্থা যখন হবু মায়ের রক্তচাপ অনেকটা বেড়ে যায়। অন্তঃসত্ত্বা হাইপারটেনশনে ভোগেন। স্বাস্থ্যের জন্য এটি ভীষণ ঝুঁকিপূর্ণ। কারণ এই অবস্থায় কিডনি লিভারের মতো অঙ্গগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে ইউরিন থেকে প্রোটিন নির্গত হতে থাকে।
আরও পড়ুন - ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই’ প্রেম দিবসে কবিতাই হোক সেরা উপহার
ফেটাল গ্রোথ রেস্ট্রিকশন
ফেটাল গ্রোথ রেস্ট্রিকশনের অর্থ গর্ভের মধ্যে ভ্রুণের বিকাশ সঠিকভাবে না হওয়া। ভ্রুণের বিকাশ ঠিকমতো না হলে পরবর্তীতে নানা সমস্যার শিকার হতে পারে শিশু। সমীক্ষায় দেখা গিয়েছে, লো ডোজের অ্যাসপিরিন এই ক্ষেত্রে সমস্যার সুরাহা করে দেয়।