Ayurvedic tips to reduce belly fat: পেটের চর্বি কমান নিমেষে, রইলো ৪টি সহজ আয়ুর্বেদিক টিপস Updated: 09 Jul 2024, 11:30 AM IST Swati Das Banerjee Share Ayurvedic tips to reduce belly fat: পেটের চর্বি কমান নিমেষে, রইলো ৪টি সহজ আয়ুর্বেদিক টিপস। 1/5বর্তমানে প্যাকেটজাত খাবার, ওয়ার্ক ফ্রম হোম এবং অস্বাস্থ্যকর জীবন ধারণের জন্য ওজন বৃদ্ধি হচ্ছে অস্বাভাবিক ভাবে। তবে ওজন বৃদ্ধির সব থেকে বড় সমস্যা হলো পেটের চর্বি। হাতে বা পায়ে তেমনভাবে চর্বি বা মেদ জমা না হলেও সব থেকে বেশি চর্বি জমে পেটে। পেটে চর্বি থাকলে দেখতে যেমন বাজে লাগে তেমন শারীরিকভাবেও হয় ভীষণ অসুবিধা। আজ এই প্রতিবেদনে জানুন আয়ুর্বেদের হাত ধরে কীভাবে আপনি কমিয়ে ফেলতে পারবেন আপনার পেটের চর্বি। 2/5দারচিনি: দারচিনি, রান্নাঘরের এমন একটি উপকরণ, যা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য পরিচিত। তবে আপনি হয়তো জানেন না পেটের চর্বি কমাতে দারচিনি ভীষণ কার্যকরী। দারচিনিতে থাকে থেরাপিউটিক গুণাবলী, যা শরীরের বিপাকক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ওজন কমাতে সাহায্য করে। রোজ চায়ের সঙ্গে বা জলের সঙ্গে দারচিনি খেলে পেটের চর্বি কমে যাবে কয়েকদিনেই। 3/5ত্রিফলা: ত্রিফলা তৈরি হয় হরিতকি, বিভিটকি এবং আমলকী থেকে। এই তিনটি উপকরণ শরীরের পক্ষে ভীষণ উপকারী। ত্রিফলা ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে এবং হজম ক্ষমতা বাড়ায়, ফলে পেটের চর্বি কমে যায় খুব সহজে। 4/5মেথি: মেথি হজম প্রক্রিয়া উন্নত করে এবং পেটের চর্বি কমায়। মেথি খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে ফেলে খিদে পায় না, যার ফলে ওজন থাকে নিয়ন্ত্রণে। এছাড়া মেথির বীজ শরীরের মেটাবলিজম বাড়াতেও সাহায্য করে। 5/5মৌরি: অতিরিক্ত ওজন কমানোর জন্য মৌরির জুড়ি মেলা ভার। মৌরি যেমন খাবার হজমে সাহায্য করে তেমন পেটের চর্বি কমিয়ে দিতে মৌরির ভূমিকা অপরিহার্য। প্রতিদিন সকালে খালি পেটে মৌরির জল খেলে কিছুদিনের মধ্যেই আপনার পেটের মেদ কমে যাবে। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি