স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন টেলিভিশন অভিনেত্রী হিনা খান। প্রথম থেকেই নিজের অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। জানিয়েছেন, কীভাবে ধীরে ধীরে সুস্থ হওয়ার জন্য লড়াই করছেন তিনি। এবার হিনার ওয়ার্ক আউটের ভিডিয়ো দেখে অবাক হয়ে গেলেন সকলে।
ক্যানসার এমন একটি দুরারোগ্য রোগ, যা মানুষকে শারীরিকভাবে তো বটেই মানসিকভাবেও ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু স্তন ক্যানসারের তৃতীয় স্তরে পৌঁছেও মনের জোর বিন্দুমাত্র কমেনি হিনা খানের। কঠিন সময় কীভাবে হাসিমুখে পার করে দিতে হয়, তা বুঝিয়েছেন তিনি।
(আরও পড়ুন: উৎসবে কি ফিরছেন বাঙালিরা? দুর্গাপুজোর এক মাস আগে কী বলছেন পোশাক বিক্রেতারা)
অসুস্থতার পর থেকেই নিজের শারীরিক অবস্থার আপডেট সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন হিনা খান। সম্প্রতি নতুন একটি পোস্টে তিনি জানিয়েছেন, ক্রমাগত কেমো থেরাপির পরে তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা তৈরি হয়েছে। প্রায়শই পা অসাড় হয়ে যায় অভিনেত্রীর। পা অসাড় হয়ে যাওয়ার কারণে মাঝেমধ্যেই পায়ের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং তিনি পড়ে যান মাটিতে।
ওয়ার্ক আউটের ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রতিদিন ভেঙে পড়ার হাজার কারণ থাকতে পারে কিন্তু আমি ঘুরে বেড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আপনি কি?’ তিনি আরও জানান, ডাক্তারের পরামর্শ এবং প্রশিক্ষকের তত্ত্বাবধানে তিনি কিছু নির্দিষ্ট ব্যায়াম করছেন। এগুলি তাঁকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে।
হিনার ওয়ার্ক আউটের দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়েছেন হিনার সহকর্মী এবং অনুরাগীরা। হিনার সহকর্মী নিধি উত্তম লিখেছেন, ‘তুমি ভীষণ অনুপ্রাণিত হিনা।’ অশোকা গোরাদিয়া লিখেছেন, ‘তুমি সত্যিই একজন রানী। এত প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার পরেও যেভাবে তুমি তোমার মনের জোর দেখিয়েছো, তা সত্যি অবাক করে দেওয়ার মতো।’
(আরও পড়ুন: সামনেই বিয়ে? ঝকঝকে ত্বক পেতে মেনে চলুন এই ৯টি টিপস)
প্রসঙ্গত, স্তন ক্যানসারের কেমোথেরাপি চলাকালীন মিউকোসাইটিস রোগে আক্রান্ত হয়েছেন হিনা খান। এটি মূলত শারীরিক দুর্বলতার কারণে তৈরি হয়। মুখের মধ্যে ঘা, প্রচন্ড ব্যথা তৈরি হয় এই রোগটি হলে। নির্দিষ্ট কিছু ওষুধ খেলে এই রোগটি সেরে যায়।