হালে সবাই চমকেছেন হিনা খানের একটি আচরণে। হিনা ক্যানসারে আক্রান্ত সে কথা সকলেই জানেন। মারাত্মক কড়া ওষুধপত্রের মাধ্যমে তাঁর চিকিৎসা চলছে। আর সেখান থেকেই দেখা দিয়েছে নার্ভের ব্যথা। সেই ব্যথা সহ্য করেও, হিনার মুখে হাসি! আর এটাই চমকে দিয়েছে সকলকে।
আরও পড়ুন: (পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন)
হিনা খান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হিনা খানের একটি ভিডিও পোস্ট হয়েছে যেখানে দেখা যাচ্ছে কোন রকমে দেয়ালের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছেন হিনা। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন তিনি। কিন্তু কোন কষ্টই তাকে থামাতে পারছে না। এই পোস্ট শেয়ার করে তিনি লেখেন, আপনারা সকলেই জানেন আমার নিউরোপ্যাথিক ব্যথা রয়েছে। এটি থাকলে কয়েক মিনিটের বেশি দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে।
আজ এটি ইভেন্টে আমি এসেছিলাম কিন্তু প্রথমে এই ইভেন্টে আসতে আমি মানা করে দিয়েছিলাম কারণ এখানে টানা একঘন্টা দাঁড়াতে হতো যেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ভীষণভাবে নার্ভাস ছিলাম কিন্তু পরে শক্তি অর্জন করে আমি এই ইভেন্টে এসেছি এবং এক ঘন্টা টানা দাঁড়িয়েছি। তবে শাড়ির নিচে আরামদায়ক একটি জুতো পড়ে এসেছি বলে এটি আমার পক্ষে খুব সুবিধা জনক হয়েছে।'
হিনা খান তার চিকিৎসা এবং নিরাময় যাত্রা সম্পর্কে তিনি
হিনা আরও লেখেন, ‘এই কয়েকটি মাসে আমি অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছি। অনেক খারাপ এবং ভালো সময় দেখেছি। যারা এই সময় আমার পাশে ছিল তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি। আমি গত কয়েক মাসে এমন অনেক মানুষের সঙ্গে মিশেছি যারা আমার থেকে অনেক খারাপ ভাবে জীবন অতিবাহিত করেন কিন্তু হাসিমুখে। তারা সকালেই হাসপাতালে আসেন কেমো নেন আবার বাসে ট্রেনে বাড়ি ফিরে যান। এমন অনেক সাহসী মানুষের কাছ থেকে শেখার আছে।’
অভিনেত্রী তাঁর পোস্টটির শেষে লেখেন, ‘অভিনেত্রী নিজের পোস্টে আরো লিখেছেন, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার লড়াই আমি চালাতে পেরেছি। হাল ছেড়ে দিইনি। আমার এই দুঃসময় যারা আমার সঙ্গে ছিল তাদের সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন: (দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি)
আরও পড়ুন: (পুজোয় শুধু ঘর নয়, আলোর বন্যায় সেজে উঠুক বাগান-ছাদও,রইল টিপস)
হিনা খানের ক্যান্সার
প্রসঙ্গত, জুনের শুরুতে হিনা একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তাঁর ক্যানসার কথা প্রকাশ করেছিলেন। তাঁর পোস্টের একটি অংশে লেখা ছিল, ‘হ্যালো সবাইকে, সম্প্রতি আমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। আমি সমস্ত হিনাহোলিক এবং যাঁরা আমাকে ভালবাসেন এবং যত্ন করেন তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করতে চাই। আমার স্টেজ থ্রী স্তন ক্যানসার ধরা পড়েছে।’
হিনা খানের অভিনয় জীবন হিনা
হিনা টিভি ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এবং 'কসৌতি জিন্দেগি কি-র মতো সিরিয়ালে অভিনয় করেন । তিনি রিয়েলিটি শো বিগ বস ১১-তেও অংশ নিয়েছিলেন এবং প্রথম রানার আপ হিসাবে শেষ করেছিলেন।