পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Indian Flag: কাল দেশ জুড়ে জাতীয় পতাকা উত্তোলন হবে, কিন্তু এই পতাকার ইতিহাস আপনি জানেন কি?
ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শেষ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে। উদ্যোগ নেওয়া হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযানেরও। প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন এই উদ্যোগে সামিল হতে। সকলকে বাড়িতে জাতীয় পতাকা লাগাতে, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে জাতীয় পতাকা লাগাতে বলেছেন। অনেকেই এই উদ্যোগে সামিল হয়েছেন। কিন্তু যেটা নিয়ে এত হইচই সেই জাতীয় পতাকার ইতিহাস কতজন জানেন? এই প্রতিবেদন থেকে জেনে নিন ভারতের জাতীয় পতাকার ইতিহাস।
- ভারতের জাতীয় পতাকা প্রথমবারের জন্য ১৯০৬ সালের ৭ অগস্ট তোলা হয়েছিল। কলকাতার পার্সি বাগানে এই পতাকা উত্তোলন করা হয়েছিল। তখন সেই পতাকাটি ছিল লাল, হলুদ এবং সবুজ রঙের।
- ১৯২১ সালে পিঙ্গলি ভেঙ্কাইয়া প্রথমবার বর্তমান পতাকার কাছাকাছি এই পতাকা তৈরি করেন সেখানে ছিল দুটি রং, সবুজ আর লাল।
- এরপর ১৯৩১ সালে তিরঙ্গাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করার জন্য একটি বিল পাশ হয় যেখানে ছিল গেরুয়া, সাদা আর সবুজ রং। মাঝে গান্ধীজির চরকা। অবশেষে বর্তমান পতাকাটি গৃহীত হয় ২২ জুলাই ১৯৪৭ সালে। এবং ১৫ আগস্ট ১৯৪৭ সালে প্রথমবার উত্তোলন করা হয় স্বাধীন ভারতে।
- গেরুয়া রঙটি দেশের শক্তি এবং সাহসের প্রতীক, সাদা বোঝায় শান্তি এবং সত্য। সবুজের বোঝায় উর্বরতা এবং বৃদ্ধি। আর মাঝের অশোক চক্র বা ধর্ম চক্রের অর্থ হল জীবন থেমে নেই চলছে, মৃত্যু এক জায়গায় স্থির।
- এর আগে ভারতীয় নাগরিকরা বিশেষ কিছু অনুষ্ঠান ছাড়া জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন না। কিন্তু অবশেষে নবীন জিন্দালের প্রচেষ্টায় ২০০৪ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এখন সকলেই জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে উত্তোলন করতে পারেন।