আর মাত্র কয়েকদিন তারপরই দোল। আর দোল মানেই রঙের সমাহার। না, কেবল আবির নয়। অনেকেই রং মেখে ভূত হন। আপনিও যদি রং খেলতে ভালোবেসে থাকেন তাহলে নিশ্চয় এতদিনে সমস্ত গোছগাছ হয়ে গিয়েছে এই বিশেষ দিনের? রাসায়নিক রং মানেই ওই আর কী বাদুরে রং, সিলভার রং, ইত্যাদি কেনা হয়ে গিয়েছে নির্ঘাত? কিন্তু ফাটিয়ে রং তো খেলা হয়েই যায়। সঙ্গে ফাটাফাটি মজাও। তারপর তো আসল খেলা শুরু হয়! গা থেকে রং তোলা। অনেকেই শ্যাম্পু করে, গা ঘষে ঘষে রং তোলার চেষ্টা করেন। কিন্তু এতে আদতে ত্বক বা চুলের ক্ষতিই হয়। তবে আপনি যদি রং খেলার পর ঝটপট গা থেকে রং তুলে ফেলতে চান তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন সহজ কিছু টোটকা!
গা, চুল, নখ থেকে কীভাবে রং দূর করবেন?
তেল: আপনি অকারণ গা অতিরিক্ত ঘষতে যাবেন না। স্ক্রাব করবেন না বেশি। এতে ত্বকের ক্ষতি হয়। হ্যাঁ, আপনি হয়তো দেখবেন রং উঠ যাচ্ছে, কিন্তু পুরো রং তো ওঠেই না, উল্টে ত্বকের ক্ষতি হয়ে যায়। তাহলে কী করবেন? যেমন নরমাল সাবান বা বডিওয়াশ দিয়ে স্নান করেন তেমন করুন। তারপর তেল মাখুন গায়ে। এবার একটা তোয়ালে দিয়ে ভালো করে গা মুছে নিন। এতে যেমন আপনার ত্বক ভালো থাকবে, তেমনই গায়ের রঙও উঠে যাবে।
মুখ থেকে রং তোলার উপায়: দেখুন এটার জন্য আপনি ডিপ ক্লিনজিং ফেসওয়াশ ব্যবহার করতে পারে। এটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এছাড়া রং খেলতে নামার আগে ভালো করে শরীরে, মুখে তেল মেখে নিন। সঙ্গে লাগিয়ে নিন সানস্ক্রিন। এতে ত্বকে তেমন রং বসবে না। ফলে পরে তুলতে ফেলতে সুবিধা হবে।
চুল থেকে রং তুলবেন কীভাবে?: এটার জন্য যতক্ষণ না মাথা থেকে পুরো রং যাচ্ছে ততক্ষণ শ্যাম্পু করুন, প্রয়োজনে ২-৩ বার। কিন্তু তারপর যেন অবশ্যই কন্ডিশনার ব্যবহার করেন। এই ধাপ মিস করলে চলবে না। রং খেলার পর চুলে হাইড্রেশন লাগে। এবং স্নান করে ওঠার পর অবশ্যই চুলে সেরাম লাগান। এতে চুল নরম থাকবে। ভালো থাকবে।
নখ থেকে রং দূর করার সহজ উপায়: নেইলপলিশ পরে রং খেলুন। রং খেলা হয়ে গেলে রিমুভার দিয়ে নেইলপলিশ তুলে দিন। তাহলেই নখে আর রং লাগবে না। একান্ত যদি রং লেগে থাকে নখে তাহলে ভিনেগার বা বাদাম তেল দিয়ে উষ্ণ গরম জলে নখ খানিকক্ষণ ভিজিয়ে মুছে নিন। রং উঠে যাবে এতে।