পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Holi 2025 Wishes: মনের ধূসরতা মুছে ফেলুক রঙের উৎসব, দোলযাত্রায় প্রিয়জনকে জানান দিনটির শুভেচ্ছা
Holi 2025 Best Wishes: বসন্ত এমনিতেই রঙিন। আর তাঁকে আরও রঙিন করে তোলে দোলযাত্রা ও হোলি। রঙের এই খেলায় ছোট থেকে বড় সকলেই মেতে ওঠেন। ভেদাভেদ ভুলে রঙে রঙে সবাই সবাইকে রাঙিয়ে তোলেন। তবে পরিচিতদের কাছ থেকে সকাল সকাল শুভেচ্ছাবার্তা পেলে দিনটি আরও সুন্দর হয়ে ওঠে। মনে রং লাগে ওই শুভেচ্ছাবার্তা পেলে। গোটা দিনটির আমেজও যেন সুন্দর সুরে বাঁধা হয়ে যায়। প্রিয়জন ও পরিচিতদের শুভেচ্ছা জানাতেই এই প্রতিবেদনে রইল কিছু শুভেচ্ছাবার্তার হদিশ। সেরা দশটি বাছাই করা শুভেচ্ছাবার্তা থেকে বেছে নিতে পারেন যেকোনও বার্তা আর পাঠিয়ে দিতে পারেন আপনার পরিচিতকে।
হোলি ও দোলযাত্রা উপলক্ষে সেরা ১০ শুভেচ্ছাবার্তা
- জীবনে শুভক্ষণ বয়ে আনুক দোলযাত্রা। দোলের আগের দিন সব অশুভের বিনাশ হয়। তাই দোল যাত্রার দিনটি হয়ে ওঠুক শুভক্ষণের সূচনা মুহূর্ত। শুভ দোলযাত্রা।
আরও পড়ুন -
- ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল’ — দোলযাত্রার খুলে যাক মনের বদ্ধ দুয়ার। রঙের আবেশে রঙিন হয়ে উঠুক মন। শুভ দোলযাত্রা।
- দোলযাত্রার রং তো শুধু গায়ে নয়, মনেও লাগে। আর মনের রঙই তো আমাদের জীবনের প্রকৃত রং। এই শুভদিনটির রঙিন শুভেচ্ছা জানাই তোমাকে। শুভ দোলযাত্রা।
- রঙের মধ্যে দিয়ে মুছে যাক সব ভেদাভেদ। আনন্দের উৎসবে শুরু হোক সবাই একসঙ্গে বাঁচা। দোলযাত্রার শুভ তিথিতে এটাই আমার কামনা। শুভ দোলযাত্রা।
- রং যেন শুধু ত্বকে না লাগে, রং লাগুক মনে, জীবনে। রঙিন হয়ে উঠুক আমাদের অনুভূতিগুলোও। প্রিয়জনের জন্য দোলের দিন এটাই কামনা করি। শুভ দোলযাত্রা।
আরও পড়ুন -
- রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’ রবীন্দ্রনাথের গানের এই পঙক্তি অক্ষরে অক্ষরে সত্যি হয়ে উঠুক আজ দোলযাত্রার দিনে। এটাই তোমার জন্য প্রিয়জন হিসেব আমার কামনা। শুভ দোলযাত্রা।
- ‘রাঙিয়ে দিয়ে যাও যাও, যাও গো এবার যাবার আগে’ মনপ্রাণ রঙিন হয়ে উঠুক আবিরের রঙে। দোলযাত্রার মতোই রঙিন হোক জীবন। শুভ দোলযাত্রা।
- আমাদের জীবন আবিরের মতো নানা রঙে রঙিন হয়ে উঠুক। দুঃখকষ্টের ধূসরতা যেন আর দুর্বল না করতৈ পারে। শুভ দোলযাত্রা।
- দোল পূর্ণিমার এই নির্মল আকাশের মতোই তোমার মনে আবিরের ছোঁয়া লাগুক। এই দিনের মতোই তোমার জীবনও রঙিন হয়ে উঠুক। শুভ দোলযাত্রা।
- কে না চায় নিজেদের ভালবাসার মানুষগুলির জীবন রঙে পরিপূর্ণ হয়ে উঠুক! দোলে তোমার জন্য রইল অসংখ্য শুভকামনা। শুভ দোলযাত্রা।