পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Holi 2025 Wishes: আবিরের রং ভুলিয়ে দিক সব ভেদাভেদ, দোলে প্রিয়জনকে জানান রঙিন শুভেচ্ছা
Holi 2025 Best Wishes: বসন্তে রঙ নিয়ে আসে দোলযাত্রা আর হোলি। দুটো দিন জুড়েই চলতে থাকে আবির খেলা। পরিচিত ও প্রিয়জনদের রঙে রঙে রঙিন করে তোলা। কিন্তু এর পাশাপাশি দিনটির শুরুয়াৎ যদি হয় শুভেচ্ছাবার্তা দিয়ে, তাহলে একটি আলাদা মাত্রা যোগ হয়। পরিচিত ও প্রিয়জনদের থেকে শুভেচ্ছা পেতে কার না ভালো লাগে। এই শুভেচ্ছাবার্তাই দিনটির মেজাজ ঠিক করে দেয়। দোল ও হোলি উপলক্ষে সেরা দশটি শুভেচ্ছাবার্তা রইল এখানে। পছন্দমতো যেকোনও বার্তা পাঠিয়ে দিতে পারেন আপনার পরিচিত ও প্রিয়জনদের। তাদের দিনটিকে করে তুলতে পারেন স্পেশাল।
হোলি ও দোল উপলক্ষে সেরা ১০ শুভেচ্ছাবার্তা
- রঙের খেলা জীবনের গভীরেও ছড়িয়ে পড়ুক আজ। রঙে রঙে মনের কথাও প্রকাশিত হোক। শুভ দোলযাত্রা।
- বসন্তের মেজাজ রঙিন করে তোলে দোল আর হোলি। রং মুছে দেয় সব ভেদাভেদ। ভুলিয়ে দেয় মনোমালিন্য। শুভ দোলযাত্রা।
আরও পড়ুন - দোলের রঙের মতোই রঙিন হোক জীবন! হোলির শুভেচ্ছাবার্তা পাঠান প্রিয়জনকে
- দোল আর হোলি মানেই রঙের বিশাল উৎসব। আবির খেলার মধ্যে দিয়ে এই দিন সম্পর্ক আরও সুন্দর হয়ে ওঠে, মজবুত হয়ে ওঠে। শুভ দোলযাত্রা।
- হোলির রং যেন রাঙিয়ে তোলে দুঃখেকষ্টে থাকা প্রতিটি মানুষকে। রঙে রঙে আমাদের মনের সব ধূসরতা মুছে যাক। শুভ দোলযাত্রা।
- তোমার জীবন আবিরের রঙের মতোই উজ্জ্বল ও রঙিন হোক। দোলের দিন এমনটাই আমার কামনা। শুভ দোলযাত্রা।
- জীবনে শুভক্ষণ বয়ে আনুক দোলযাত্রা। দোলের আগের দিন সব অশুভের বিনাশ হয়। তাই দোল যাত্রার দিনটি হয়ে ওঠুক শুভক্ষণের সূচনা মুহূর্ত। শুভ দোলযাত্রা।
- ‘ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগল যে দোল’ — দোলযাত্রার খুলে যাক মনের বদ্ধ দুয়ার। রঙের আবেশে রঙিন হয়ে উঠুক মন। শুভ দোলযাত্রা।
- দোলযাত্রার রং তো শুধু গায়ে নয়, মনেও লাগে। আর মনের রঙই তো আমাদের জীবনের প্রকৃত রং। এই শুভদিনটির রঙিন শুভেচ্ছা জানাই তোমাকে। শুভ দোলযাত্রা।
আরও পড়ুন - আচমকা ফোনে রং জল ঢুকে গেলে কী করবেন? কীভাবে মুছলে আবার কাজ করবে মোবাইল
- রঙের মধ্যে দিয়ে মুছে যাক সব ভেদাভেদ। আনন্দের উৎসবে শুরু হোক সবাই একসঙ্গে বাঁচা। দোলযাত্রার শুভ তিথিতে এটাই আমার কামনা। শুভ দোলযাত্রা।
- রং যেন শুধু ত্বকে না লাগে, রং লাগুক মনে, জীবনে। রঙিন হয়ে উঠুক আমাদের অনুভূতিগুলোও। প্রিয়জনের জন্য দোলের দিন এটাই কামনা করি। শুভ দোলযাত্রা।