Holi 2025 Tips: দোলে জামায় রং লাগা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? এই ৫ টোটকায় দূর হবে গাঢ়-জেদি রং-দাগ
Updated: 12 Mar 2025, 08:46 PM ISTHoli 2025 Tips: অনেকেই যেমন দোলে সাদা জামা পরে রং খেলেন, তেমন অনেকেই আবার পুরনো, ছিঁড়ে, ফেটে যাওয়া বা গাঢ় রঙের জামা পরেন যাতে সেটাকে বাতিল করে দেওয়া যায় রং খেলার পর। এতে জামা থেকে রং তোলার দুশ্চিন্তা করতে হয় না। কিন্তু যদিও বা জামায় রং লেগেও যায় জেনে নিন কীভাবে সেই জেদি রং দূর করবেন।
পরবর্তী ফটো গ্যালারি