Holi 2025 Viral Video: দোলের রং খেলার সঙ্গে সঙ্গে তুমুল উচ্ছ্বাসে চলে নাচগান ও খাওয়াদাওয়া। ডিজে বা বড় বক্স চালিয়ে গানের তালে তালে নাচার রীতি যেমন বহু দিন ধরেই রয়েছে, তেমনই আরেক পরিচিত রীতি এই দিন ভাং খাওয়া। ভাংয়ের গুলি মিশিয়ে খাওয়ার পর অনেকেই অবশ্য হুঁশ হারিয়ে ফেলেন। চোখের সামনে নানা অলৌকিক ঘটনা ঘটতে দেখেন। হুঁশ ফেরেও বহুক্ষণ বাদে। দোল বা হোলিতে রং মাখানোর মতো এই ভাং খাওয়ার দৃশ্যও ভাইরাল হয় নেট দুনিয়ায়। তবে সম্প্রতি এই ভাংয়ের থেকেই ভয়ঙ্কর তরলের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আরও পড়ুন - অ্যাপে অর্ডার দিলে এখন ১৫ মিনিটেই পাবেন পরিচারিকা! ঘণ্টা হিসেবে নেবে এই টাকা
কী কী দিয়ে বানালেন?
ফেসবুকে ভাইরাল ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা দুধের মধ্যে ভাং, বিয়ার, ভোদকা ইত্যাদি নানা ধরনের মদ ও মাদক দ্রব্য যথেষ্ট পরিমাণে মেশাচ্ছেন। এর পাশাপাশি মিষ্টি জাতীয় বেশ কিছু দ্রব্যও দিতে দেখা গিয়েছে। সবশেষে সবকটি উপাদান মিলিয়ে তৈরি তরলটি গ্লাসে গ্লাসে ভাগ করে নিতে দেখা যায়। ৬-৭ জন মহিলা গোল করে বসেছিলেন ওই দুধের গামলার চারপাশে। গ্লাসগুলিতে তরলটি ভরে নিয়ে ‘চিয়ার্স’ করেন সকলে।
আরও পড়ুন - ট্রাম্প প্রশাসনের শীর্ষ ১০ সিদ্ধান্ত, ২ মাসে যেসব পদক্ষেপ সাড়া ফেলেছে দুনিয়ায়
কী বলছেন নেটিজেনরা?
ভিডিয়োটি হোলির পর পরই পোস্ট করা হয় সোশাল মিডিয়ায়। পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই দ্রুত গতিতে সেটি ভাইরাল হয়ে যায়। একের পর এক কমেন্টও আসতে থাকে নেটিজেনদের। এক নেটিজেন লেখেন, ‘এই পানীয় খাওয়ার পর আপনি আদৌ বেঁচে আছেন তো?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘বাঁচার ইচ্ছে না থাকলে এই ধরনের পানীয় বিষ হিসেবে যথেষ্ট!’ তবে অনেক নেটিজেন বিষয়টি নিয়ে রসিকতাই করেছেন। কেউ লিখেছেন, ‘মহিলারা সবসময় পুরুষদের থেকে এগিয়ে। এটাই তার প্রমাণ।’ আবার আরেক নেটিজেনের কমেন্ট, ‘শেষমেশ আপনারা একটা দারুণ এক্সপেরিমেন্ট করে ফেললেন। কিন্তু খাওয়ার পর কেমন রয়েছেন সেটা জানাতে ভুলবেন না।’