বাংলা নিউজ > টুকিটাকি > Holi Home Decor: দোলের দিন বাড়িতে গেট টুগেদারের আয়োজন করেছেন? দেখুন কীভাবে বাড়ি সাজাবেন

Holi Home Decor: দোলের দিন বাড়িতে গেট টুগেদারের আয়োজন করেছেন? দেখুন কীভাবে বাড়ি সাজাবেন

দোলের দিন বাড়ির অন্দরসজ্জার আইডিয়া

Holi Home Decor: দোলের দিন বাইরে নয়, বাড়িতেই বন্ধুদের ডাকবেন ভেবেছেন? বা ছোটখাটো একটা বসন্ত উৎসবের আয়োজন করবেন ভাবছেন, এদিকে বাড়ি কীভাবে সাজাবেন ভেবে পাচ্ছেন না? দেখুন কিছু দারুণ আইডিয়া।

বসন্ত আসা মানেই প্রকৃতিতে রঙের ছোঁয়া লাগার পাশাপাশি মন এবং জীবনেও রঙের ছোঁয়া লাগা। রঙিন হয়ে ওঠা আরও একটু। আর সেই রঙিন উৎসব, অর্থাৎ, দোল এসেই গেল প্রায়। আর এদিন বাইরে বেরোনোর বদলে আত্মীয়, বন্ধুদের বাড়িতে ডেকেছেন? বা বাড়িতেই একটা ছোটখাটো বসন্ত উৎসবের পরিকল্পনা করছেন? এদিকে বাড়ি কীভাবে সাজিয়ে উঠবেন ভেবে উঠতে পারছেন না? তাহলে দেখে নিন এই প্রতিবেদন থেকেই বাড়ি সাজানোর দারুণ আইডিয়া।

উৎসব মানে কেবল তো নিজে সেজে ওঠা নয়, বাড়িকেও সাজানো। আর নিজের সঙ্গে বাড়িকে সাজালে মন ভালো থাকে। দেখতেও সুন্দর লাগে। আপনিও যদি চান এই দোলে আপনার বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। দেখে নিন তেমন কিছু আইডিয়া।

দোলে ঘর সাজানোর কিছু আইডিয়া:

রঙিন পোস্টার বা ওয়াল পেন্টিং: ঘরে ঢুকে মানুষের নজর যেটার উপর সবার আগে পড়ে সেটা হল দেওয়াল। তাই আপনার ঘরের দেওয়ালকে এইবেলা রাঙিয়ে তুলুন। দেওয়ালে বিভিন্ন রঙিন পোস্টার লাগাতে পারেন। কিন্তু রঙিন ওয়াল পেন্টিং টাঙাতে পারেন।

টুকটাক জিনিসে রঙের ছোঁয়া: আপনার সোফা, বা ঘরের বালিশে রঙের ছোঁয়া দিতে পারেন। রঙিন পর্দা লাগাতে পারেন। রঙিন কুশন কভার লাগান। দেখবেন ঘরের লুকটাই পাল্টে যাবে।

ফুল: বসন্ত যেমন আবির ছাড়া চলে না, তেমনই ফুল ছাড়া বসন্ত অসম্পূর্ণ। তাই দোলের দিন ঘর সাজাতে অবশ্যই ফুলকে সঙ্গে রাখুন। পলাশ, শিমুল, বোগেনভেলিয়া, ইত্যাদি ফুল দিয়ে ঘর সাজাতে পারেন। গাঁদা, গোলাপ, ডালিয়া, ইত্যাদিও রাখতে পারেন।

রঙিন আলো: বসন্ত উৎসব যখন রঙের তখন আলো না রঙিন হয়ে যায়! বিকেলে বাড়িতে লোকজন এলে ঘর সাজাতে রঙিন আলো বা মোমবাতি ব্যবহার করতে পারেন। এতে ঘরের সাজে আলাদা মাত্রা যোগ হবে। এছাড়া ল্যাম্প, বা টুনি বাল্ব তো আছেই। বাহারি আলোয় এদিন বাড়ি সাজিয়ে তুলুন।

বন্ধ করুন