হোলিকা দহন ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথির আগে করা হয়। এ বছর ১৩ মার্চ হোলিকা দহন করা হবে। আর দোল উৎসব পালন করা হবে ১৪ মার্চ। এ বছর ১৩ তারিখ পূর্ণিমা শুরু হচ্ছে শেষ হচ্ছে ১৪ তারিখ বিকেলে। তাই প্রথম দিন উপবাস পূর্ণিমা এবং দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ মার্চ স্নান ও দান পূর্ণিমা হবে।
প্রতিপদ তিথি ১৪ মার্চ বিকেল থেকে শুরু হবে চলবে পরের দিন অর্থাৎ ১৫ মার্চ দুপুর ২ টো বেজে ৩৪ মিনিট পর্যন্ত। হোলি হল রঙের উৎসব, কিন্তু তার একদিন আগে, হোলিকা দহনের মাধ্যমে সমস্ত নেতিবাচক শক্তি ও অশুভের বিনাশ হয়। এই উপলক্ষে, আপনার প্রিয়জনদেরও হোলিকা দহনের শুভেচ্ছা জানাতে ভুলবেন না।
আরও পড়ুন: আচমকা ফোনে রং জল ঢুকে গেলে কী করবেন? কীভাবে মুছলে আবার কাজ করবে মোবাইল
দেখে নিন কীভাবে শুভেচ্ছা জানাতে পারেন
১) হোলিকা দহন আপনার জীবনে ইতিবাচকতা বয়ে আনুক। আপনার জীবন আলোকিত হোক। আপনার রঙিন স্বপ্ন পূরণ হোক। শুভ হোলিকা দহন।
২) হোলিকা দহনের আগুন সকল অশুভ পুড়ে যাক, মঙ্গলের আলো আকাশ জুড়ে ছড়িয়ে পড়ুক। সুখ, শান্তি, সমৃদ্ধিতে জীবনের একটা নতুন সূচনা হোক। শুভ হোলিকা দহন।
৩) হোলিকা দহনের শিখা সমস্ত অন্ধকার এবং নেতিবাচকতাকে পুড়িয়ে ফেলুক। আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক। শুভ হোলিকা দহন।
আরও পড়ুন: পাকা চুলের নামগন্ধ থাকবে না, এই পাতার রস মাখলেই কুচকুচে কালো হবে চুল
৪) আজকের হোলিকা দহনের শিখায় সকল অন্ধকার দূর করুক। আপনার জীবনের সমস্ত অশান্তি দূর হোক। ভগবানের আশীর্বাদ আপনার জীবনকে শান্তি ও আনন্দে ভরে উঠুক।
৫) এই হোলিতে, আপনার জীবনের নেতিবাচকতা দূরে যাক, সমস্ত ঝামেলা দূর হোক, ভগবান বিষ্ণু আপনার সমস্ত ইচ্ছা পূরণ করুন, শুভ হোলিকা দহন।
৬) হোলিকা দহন এবং হোলির শুভেচ্ছা। হোলিকা দহন মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। আপনার জীবনের সব খারাপ দূর হোক এবং শান্তি আসুক।
৭) সাফল্য এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক জীবন। ঘর ভরে উঠবে সুখে। শুভ হোলিকা দহন।
৮) এই হোলিকা দহনে, আসুন আমরা সমস্ত নেতিবাচকতাকে পুড়িয়ে ফেলি। আশা, ভালোবাসা এবং নতুন শুরুর আলোকে স্বাগত জানাই।
৯) হোলিকা দহন উপলক্ষে, আপনার জীবন ইতিবাচকতা, সুস্বাস্থ্য এবং চিরন্তন সুখে ভরে উঠুক।