ভারতীয় সিনেমায় প্রায় তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করেছেন সঞ্জয় দত্ত। সুনীল দত্ত এবং নার্গিসের সন্তান সঞ্জয় শুধুমাত্র তাঁর ক্যারিয়ারের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্যেও বারংবার খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছেন। বলিউডের 'বাবা'- এর ৬৫ তম জন্মদিনে দেখুন তাঁর বিলাসবহুল বাড়ির কিছু ছবি।
সঞ্জয় দত্ত তাঁর দীর্ঘ ক্যারিয়ারে এখনও পর্যন্ত ১০০ টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমাতেও নিজের অসাধারণ অভিনয়ের ছাপ ফেলেছেন তিনি। যদিও ব্যক্তিগত জীবনে বহুবার বহু টানাপোড়নের মধ্যে সময় কেটেছে তাঁর, তবুও সবকিছু পেরিয়ে আজ দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে সুখে দিন কাটছে সঞ্জয় দত্তের।
(আরও পড়ুন: স্বামীকে ডিভোর্স দিয়ে উদ্দাম নাচ পাকিস্তানি মহিলার, পার্টিও দিলেন বন্ধুদের! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেন)
সঞ্জয় তার স্ত্রী মান্যতা দত্ত এবং যমজ দুই সন্তানের সঙ্গে ইম্পেরিয়াল হাউসে থাকেন। প্রায় ৪০ কোটি টাকা মূল্যের এই বাসস্থানটি দেখতে এক কথায় অসামান্য। চারিদিক সবুজে ঘেরা পালি হিলের এই বাড়িটি সালমান খান, আমির খান সহ অন্যান্য অভিনেতাদের বাড়ির পাশেই অবস্থিত। এই বাড়িতে ৫০ থেকে ৬০ দশকের প্রবীণ অভিনেতাদের এমন কিছু চিত্র কর্ম রয়েছে, যা হিন্দি সিনেমার পুরোনো দিনের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
এই বাড়ির অন্দরমহলে দাঁড়িয়ে ছেলে সাহরান এবং মেয়ে ইকরার সঙ্গে প্রায়শই ছবি পোস্ট করেন সঞ্জয়। দুর্গাপুজো হোক দিওয়ালি, হোলি হোক বা অন্য কোনও অনুষ্ঠান, এই বাড়ির অন্দরমহলে দাঁড়িয়ে বারংবার ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে। এই বাড়ির সবথেকে আকর্ষণীয় স্থানটি হল বাড়ির ড্রইংরুম যেখানে নার্গিস এবং সুনীল দত্তের দুটি অসামান্য প্রতিকৃতি দেখতে পাবেন আপনি।
(আরও পড়ুন: স্বামীকে ডিভোর্স দিয়ে উদ্দাম নাচ পাকিস্তানি মহিলার, পার্টিও দিলেন বন্ধুদের! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেন)
এককথায় সঞ্জয় দত্তের এই বাড়িটি হিন্দি সিনেমার এবং অভিনেতার ব্যক্তিগত জীবনের বহু নস্টালজিক স্মৃতি বহন করে। এই সমস্ত স্মৃতিকে বুকে জড়িয়েই সংসার এবং কাজ নিয়ে ভালোই সময় কাটছে সঞ্জয় দত্তের। ৬৫ বছর বয়সী এই অভিনেতা যেন দীর্ঘজীবী হন, যেন ক্যানসারের মত কোনও দুরারোগ্য রোগ আর তাঁকে আক্রমণ না করে, সেই শুভকামনা করার পাশাপাশি আরও একবার অভিনেতাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা।