বাংলা নিউজ > টুকিটাকি > Home remedies for rat: চিরতরে পালাবে ইঁদুর, এই ঘরোয়া টোটকাগুলি জানলে আর চিন্তা নেই

Home remedies for rat: চিরতরে পালাবে ইঁদুর, এই ঘরোয়া টোটকাগুলি জানলে আর চিন্তা নেই

চিরতরে ভ্যানিশ হবে ইঁদুর

Home remedies for rat: চিরতরে বাড়ি থেকে ভ্যানিশ হবে ইঁদুর। এই ঘরোয়া টোটকাগুলি দারুণ কাজ দেবে। রইল সেরা টোটকার হদিশ।

ইঁদুরের উৎপাতে সহ্য করতে হয়না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। আমাদের অনেককেই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয়। নতুন হোক বা পুরনো, মূল্যবান বা সস্তা সব জিনিস নষ্ট করে দেয় ইঁদুর। এমনকী সুযোগ পেলে ইঁদুর আপনারও ক্ষতি করতে ছাড়বে না। তাই আজই তাড়ান ঘরের ইঁদুর। আর এর জন্য কোনও বাজার চলতি ওষুধ বা বিষের দরকার আছে এমন নয়। বাড়িতে থাকা কিছু জিনিসই ইঁদুর তাড়াতে দারুণ কাজ দেয়। আসুন জেনে নিই কীভাবে তাড়াবেন ঘরের ইঁদুর।

আরও পড়ুন: বড় বড় রোগের যম হেঁসেলের এই আনাজ, ৫ গুণই বাড়িয়ে দেয় আয়ু, নাম জানেন

আরও পড়ুন: রোজ একটা করে খেলেই পেটের ঝক্কি দূর! তবে আপেল নয়, অন্য একটি খাবার! নামটা জানেন

  • পুদিনার পাতা ও তেল: ইঁদুর তাড়াতে পুদিনার পাতা, পুদিনা তেল খুবই কার্যকর। কারণ ইঁদুর পুদিনার পাতা, পুদিনার তেল গন্ধ একদম সহ্য করতে পারে না। ইঁদুরকে আপনার ঘরের বাইরে রাখতে চাইলে ঘরের প্রতি কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন। আপনার বাড়ির আশপাশে যাতে ইঁদুর ঘোরাঘুরি করতে না পারে এর জন্য বাড়ির চারপাশে পুদিনা গাছ লাগাতে পারেন।

আরও পড়ুন: ঘোর বিপদে কলকাতা! মাটি বসে যাচ্ছে, ডোবার সময় আসন্ন, কেন বলছেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: খেলেই বাড়বে রূপের ঝলক, এই ৫ ফল কিন্তু আপনার খুব পরিচিত, নাম জানেন কি

  • শুকনো গোবর: ইঁদুর মারতে শুকনো গোবর খুব কাজের। কোনও ইঁদুর শুকনো গোবর খেয়ে ফেললে তার মৃত্যু ঠেকানো যাবে না।
  • গোলমরিচ: ইঁদুর মারতে গোলমরিচের জুড়ি নেই। আপনার বাড়ির ইঁদুরের বাসস্থানে গোলমরিচ রেখে দেখুন, ইঁদুর মরবেই। গোলমরিচের কটু গন্ধে শ্বাস নিলে ইঁদুরের ফুসফুসে তা প্রভাব ফেলে। এর ফলে ইঁদুর  মারা যায়।
  • পেঁয়াজ: ইঁদুর মারতে আপনার পরিচিত আনাজটাই দারুণ কাজ দেবে। একটা পেঁয়াজ ইঁদুরের গর্তের মুখে কেটে রেখে দিন। দেখবেন, এতেই কাজ হয়ে যাবে।
  • মাথার চুল: ইঁদুর তাড়াতে মাথার চুল বেশ কার্যকর। চুল মুখে গেলে বা পায়ে জড়িয়ে গেলে ইঁদুরের মৃত্যু অবধারিত। তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ও ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন